
শ্বেতকণিকার মাধ্যমে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংসের ধাপ
মনোসাইট শ্বেতকণিকার মাধ্যমে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংসের ধাপগুলো সহজ, ধারাবাহিক এবং মজার উদাহরণসহ দেওয়া হলো। সেইসঙ্গে পুরো প্রক্রিয়াটি সহজে মনে রাখার একটি ট্রিকসও আছে।
উদাহরণ দিয়ে শুরু করা যাক:
ধরে নাও, তোমার শরীর হলো একটা রাজ্য — শরীরপুর। শরীরপুরে একদল সৈনিক আছে যাদের কাজ হলো শত্রু (জীবাণু) দেখামাত্র ধ্বংস করে ফেলা। এদেরই একজন মনোসাইট — একদম চুপচাপ কিন্তু দারুণ এক গুপ্তচর যোদ্ধা! এখন দেখা যাক, মনোসাইট কীভাবে এই ফ্যাগোসাইটোসিস নামক অস্ত্র ব্যবহার করে জীবাণু ধ্বংস করে:
ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার ধাপসমূহ (মনোসাইটের ভূমিকা):
১. শত্রুকে চিনে ফেলা (Detection & Recognition):
মনোসাইট চারপাশে টহল দিচ্ছে। হঠাৎ সে দেখতে পেল এক দুষ্টু জীবাণু রাজ্যে ঢুকে পড়েছে! জীবাণুর শরীরে থাকে এক ধরনের ‘পরিচয়পত্র’ বা অ্যান্টিজেন। মনোসাইট সেটা বুঝে ফেলে — “আরে, এই তো শত্রু!”
...