কেবলমাত্র সঙ্গীর সম্মতিতে খুলবে যে কনডম
শুধুমাত্র নারী ও পুরুষ সঙ্গীর সম্মতি হলেই খুলবে কনডমের প্যাকেট। সম্প্রতি এমন কনডমটি এনেছে আর্জেন্টিনার একটি কোম্পানি।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, আর্জেন্টিনার টিউলিপান সংস্থা ‘সম্মতি কন্ডোম' বা কনসেন্ট কন্ডোম বাজারে এনেছে।
এর বিস্তারিত সম্পর্কে জানা যায়, এই কনডম খুলতে দুই সঙ্গীর চার হাত লাগবে। কনডমের প্যাকেটে দুই সঙ্গীর চারটি হাত সমান ভাবে চাপ দিলেই কেবল কনডমের প্যাকেট খুলবে। অন্যথায় এ প্যাকেট খুলবে না বলে জানা
এই কনডমের বিপণনের দায়িত্ব প্রাপ্ত সংস্থা বিবিডিওর তরফে জোয়াকিন ক্যাম্পিনস বলেন, টিউলিপান সর্বদা নিরাপদ আনন্দের কথা বলে। কিন্তু এই প্রচারে আমরা বুঝতে পেরেছি যে আমাদের প্রত্যেকের যৌন সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে কথা বলা উচিত। যদি দু'জনেই সম্মতি দেয় তবেই যৌন আনন্দ মিলবে।
বর্তমানে এই কনডমটি শুধুমাত্র বুয়েনস এয়ারেসের নানা অনুষ্ঠানে বিনামূল্যে বিত...