Saturday, July 6
Shadow

Tag: drone

যুক্তরাজ্যের মাঠে উড়বে চীনের কৃষি ড্রোন

যুক্তরাজ্যের মাঠে উড়বে চীনের কৃষি ড্রোন

Agriculture Tips, China
চীনের কোম্পানি XAG তৈরি করে পি ১০০ নামের কৃষি ড্রোন। যা এই মাসের শুরুর দিকে হার্টফোর্ডশায়ারে বার্ষিক ইউকে শস্য চাষ প্রদর্শনীতে দেখানো হয়েছিল। ব্রিটেনে মাঠে চাষবাসের কাজ করতে দেখা যাবে ড্রোনগুলোকে। যুক্তরাজ্যের বাজার চীনা ড্রোনের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি শুধুমাত্র যুক্তরাজ্যের জন্য নয়, পুরো ইউরোপের জন্য তাদের বাজারের দরজা খুলে দেবে। একটি রিপোর্টে বলা হয়েছে চীনের কৃষি ড্রোনগুলো ২০৩০ সালের মধ্যে যুক্তরাজ্যের অর্থনীতিতে প্রায় ৫৭ বিলিয়ন মার্কিন ডলারের অবদান রাখবে। এগুলোর কারণে পরিবেশে কার্বন ডাই-অক্সাইডও কম নিঃসরণ হবে।  এর সঙ্গে তৈরি হতে পারে সাড়ে ৬ লাখ নতুন চাকরি। যুক্তরাজ্যের কৃষকরা আপাতত এই সব চীনা ড্রোনের সাহায্যে সাধারণ কীটনাশক ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ...

Please disable your adblocker or whitelist this site!

error: Content is protected !!