Monday, December 23
Shadow

আদালতে সৌদি পুরুষের আকুতি: বউ আমাকে পেটায়!

সৌদিএক সৌদি পুরুষ বউকে নিয়ে আদালতে হাজির। এরপর তিনি বিচারক বরাবরে অভিযোগ করেন, বউ তাকে মারপিট করে। স্বামীর আরও অভিযোগ, তার মাথার ফেটা (ইকাল) দিয়ে স্ত্রী শরীরের জায়গা-বেজায়গায় আঘাত করে জর্জরিত করেছে তাকে।

সম্প্রতি স্থানীয় পত্রিকা আজেল এ খবর দিয়েছে।

ওই দম্পতি পশ্চিমাঞ্চলীয় লোহিত সাগর তীরবর্তী শহর জেদ্দার বাসিন্দা।

স্বামী আদালতকে বলেন, বউ আমাকে মারপিট করে, ঘর থেকে ধাক্কিয়ে বের করে দেয় আর আমার মাথার রুমাল আটকানোর দড়ি (ইকাল) দিয়ে চাবুক পেটা করে।

তবে অভিযোগের জবাবে স্ত্রী আদালতকে জানান, তার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগে স্বামীর মারপিট থেকে আত্মরক্ষার চেষ্টা করেছেন তিনি শুধু।

স্বামী-স্ত্রীর পরষ্পরবিরোধী এমন অভিযাগে আদালতে গোলকধাঁধাঁর সৃষ্টি হয়। এ অবস্থায় আদালত শুনানি মূলতবী রাখে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এবং মধ্যপ্রাচ্যের বৃহৎ ও অতি রক্ষণশীল দেশ সৌদি আরবে পারিবারিক নির্যাতনের প্রতিবাদ করে প্রায়ই নারীরা সংবাদ শিরোনাম হচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!