ভারতের মহারাষ্ট্রের বিভিন্ন কারাগারের কয়েদিরা এক তিন চোখওয়ালা সাদা পোশাকের নারীর ভয়ে আতঙ্কিত হয়ে আছে। আসলে এটা যদি কোনো এক কারাগারে হত, তাহলে স্বাভাবিক মনে হত। কিন্তু কয়েকটা কারাগারে হওয়ায় এ নিয়ে চিন্তায় পড়েছেন কারাগার কর্তৃপক্ষরাও।
কয়েদিরা জানিয়েছেন, এক সাদা কাপড় পরা লম্বা চুলের নারী ঘুরে বেড়াচ্ছেন। অনেকে জানিয়েছেন, এই নারীমূর্তির আবার তিনটি চোখ রয়েছে।
‘সেবাধাম’-এর বার্নাডেট পিমেন্টা এবং ‘মহারাষ্ট্র অন্ধশ্রদ্ধা নির্মূলম’-এর বর্ষীয়ান কর্মী বন্দনা শিন্ডে জেলগুলিতে গিয়ে কয়েদিদের কাউন্সেলিং করছেন। আর্থার রোড, বাইকুলা, তাজোলা, কল্যাণ, পুণে, থানে, আলিবাগ ও নাসিক জেলে তারা নিয়মিত যাতায়াত করছেন।
বন্দনা শিন্ডে জানিয়েছেন, কয়েদিদের অনেকেরই ধারণা ভগবান অথবা শয়তান তাদের উপরে নজর রাখেন। সেখান থেকেই এই ধরনের অতিপ্রাকৃত ঘটনা ঘটে, শিন্ডে ও তার সহযোগীরা ম্যাজিক শো দেখিয়ে কয়েদিদের বোঝাতে চাইছেন, কেউ হয়তো তাদের ভয় দেখাচ্ছে।