রাষ্ট্রপতি নির্বাচন : আবদুল হামিদই আ.লীগের প্রার্থী
রাষ্ট্রপতি নির্বাচন : আবদুল হামিদই আ.লীগের প্রার্থী
দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে পুনঃমনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। দলটির সংসদীয় বোর্ড বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত এক বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের সভাপতি ও সংসদীয় বোর্ডের চেয়ারম্যান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের বিকল্প কোনও প্রার্থী না থাকায় বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদকেও দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, আগামী ১৮ ফেব্রুয়ারি দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। বৈঠকে রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদের নাম প্রস্তাব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই প্রস্ত...














