Monday, December 23
Shadow

ইতালিতে ‘রূপালী গিটার’

‘শিল্পীর মৃত্যু নেই, আইয়ুব বাচ্চু বেঁচে আছে, থাকবে সবার হৃদয়ে’ শিরোনামে ইতালিতে অনুষ্ঠিত হয়েছে মিউজিক্যাল অনুষ্ঠান ‘রূপালী গিটার’।
কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু স্মরণে এই অনুষ্ঠানে রোমের স্থানীয় একটি হলে চার কণ্ঠশিল্পী শহিদ, সান্টু, মানসিব ও নাজিম যেন, তাদের সেই কণ্ঠে রকলিজেন্ড আইয়ুব বাচ্চুকে খোঁজে ফেরেন। তবে আয়োজনটির পেছনে উদ্যোগ্তা ছিলেন ড্রামার দিপু।

অনুষ্ঠানের কারিগর মনিরুজ্জামান মনিরের পরিকল্পনায় এবং সুস্মিতা সুলতানার উপস্থাপনায় শুরুতেই প্রয়াত আইয়ুব বাচ্চুর আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরব প্রার্থনা করা হয়।

সঙ্গীতায়োজনটি ‘বাংলাদেশ’ দিয়ে শুরু হয়। এরপর একে একে সাড়া জাগানো ‘কেউ সুখী নয়…’, ‘কষ্ট পেতে ভালোবাসি…’, ‘ফেরারি মন…’, ‘সেই তুমি…’, ‘উড়াল দেব আকাশে…’ এবং ‘এই রূপালী গিটার…’সহ মোট ১৭টি গানই যেন দর্শকদের মন ছুঁয়ে যায়।

এসময় স্থানীয় সকল রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক নেতৃবৃন্দ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

ইতালিব্যাপী শুরু হওয়া মিউজিক্যাল ট্যালেন্ট শো ‘দি রাইজিং স্টার’-এর পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করেন এবং সাংস্কৃতিকমনা একটি পরিবেশ সৃষ্টিতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!