class="post-template-default single single-post postid-48176 single-format-standard wp-custom-logo group-blog vl-boxed aa-prefix-matin-">
Shadow

ষষ্ঠ শ্রেণি বাংলা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : বাংলা সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

ষষ্ঠ শ্রেণি বাংলা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : বাংলা সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

তোলপাড়

-শওকত ওসমান

 

১.বাড়ির উঠান থেকে চিৎকার করতে করতে ঘরের ভেতর ঢুকলো কে?

উত্তর- সাবু।

২. সাবুর মায়ের নাম কী?

উত্তর- জৈতুন বিবি।

৩. কোন শহরে মানুষ মারছে?

উত্তর- ঢাকা।

৪. ঢাকা শহরে কারা গুলি করে মানুষ মারছে?

উত্তর- পাঞ্জাবি মিলিটারি।

৫. ঢাকা শহর থেকে কত মাইল দূরে গাবতলি গ্রাম?

উত্তর- পঞ্চাশ।

৬. ঢাকা থেকে পঞ্চাশ মাইল দূরের গ্রামের নাম কী?

উত্তর- গাবতলী।

৭. গ্রামে যাতায়াতের অসুবিধার জন্য সব খবর কয়দিন পর এসে পৌঁছায়?

উত্তর- দুই দিন।

৮. ২৫ মার্চ রাতে কারা ঝাঁপিয়ে পড়ে গ্রামে?

উত্তর- পাঞ্জাবি মিলিটারিরা।

৯. কার বাড়ির পাশ দিয়ে জেলা বোর্ডের সড়ক?

উত্তর- সাবুর।

১০. জৈতুন বিবি খুব ভোরে উঠে কী করেছিল?

উত্তর- মুড়ি ভেজে দিয়েছিল।

১১. সাবু কীসে করে মুড়ি এনেছিল?

উত্তর- চাঙারি।

১২. প্রৌঢ় মহিলা সাবুকে কয় টাকা দিয়েছিলেন?

উত্তর- পাঁচ টাকা।

১৩. প্রৌঢ় মহিলার নাম কী?

উত্তর- মিসেস রহমান।

১৪. মিসেস রহমানের বাড়ি কোথায়?

উত্তর- লালমাটিয়া ব্লক ডি।

১৫. বুড়ো লোকটির বয়স কত?

উত্তর- সত্তর।

১৬. মাঝবয়সী মহিলা তিন জনের বয়স কত?

উত্তর- ত্রিশ-চল্লিশের মধ্যে।

১৭. তাদের সঙ্গে কয়জন ছেলেমেয়ে ছিল?

উত্তর- পাঁচ-ছয় জন।

১৮. বুড়োর কয় ছেলেকে মিলিটারিরা গুলি করে মেরেছে?

উত্তর- তিন ছেলেকে।

 

ষষ্ঠ শ্রেণির গণিত সমাধান

Class 6 English

 

১৯. নদীর ঘাট কয় মাইল দূরে?

উত্তর- দুই মাইল।

২০. সাবুর কোলের বাচ্চাটার বয়স কত?

উত্তর- তিন বছর।

২১. গল্পে চিক্কর বলতে কী বুঝিয়েছে?

উত্তর- উচ্চ স্বরে কান্না।

২২. প্রৌঢ় শব্দের অর্থ কী?

উত্তর- প্রবীণ।

২৩. কাফেলা অর্থ কী?

উত্তর- সারি বেঁধে চলা পথিকের দল।

২৪. জয়িফ শব্দের অর্থ কী?

উত্তর- দুর্বল।

২৫. আসয়োস্থি দ্বারা গল্পে কী বোঝানো হয়েছে?

উত্তর- অস্বস্তি।

২৬. তোলপাড় গল্পের লেখকের নাম কী?

উত্তর- শওকত ওসমান।

২৭. শওকত ওসমান এর প্রকৃত নাম কী?

উত্তর- আজিজুর রহমান।

২৮. আজিজুর রহমান এর জন্ম কত সালে?

উত্তর- ১৯১৭ সালে।

২৯. শওকত ওসমান এর জন্ম কোন জেলায়?

উত্তর- পশ্চিমবঙ্গের হুগলি জেলায়।

৩০. লেখক হুগলি জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন?

উত্তর- সবল সিংহপুর।

৩১. দীর্ঘদিন তিনি কীসের অধ্যাপক ছিলেন?

উত্তর- বাংলা ভাষা ও সাহ্যিতের।

৩২. শওকত ওসমান কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

উত্তর- ১৯৯৮ খ্রিষ্টাব্দে।

৩৩. সাবুর বড় লজ্জা লাগে কেন?

উত্তর- গায়ে কিছু না থাকায়।

 

ষষ্ঠ শ্রেণির গণিত সমাধান

Class 6 English

 

ষষ্ঠ শ্রেণি বাংলা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : বাংলা সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

 

আকাশ

-আব্দুল্লাহ আল-মুতী

 

১. দিনের বেলা কীসের মতো সূর্য তার কিরণ ছড়ায়?

উত্তর- সোনার থালার মতো।

২. এমনি সময় সচারাচর আকাশ কেমন?

উত্তর- নীল রঙের।

৩. আকাশে কখন রঙের বন্যা বয়ে যায়?

উত্তর- ভোরে বা সন্ধ্যায়।

৪. রাতের আকাশ সচারাচর কেমন?

উত্তর- কালো রঙের।

৫. কালো চাঁদটার গায়ে জ্বলতেছে কী?

উত্তর- রুপালি চাঁদ ও ঝকঝকে তারা ও গ্রহ।

৬. আমরা যে আকাশ দেখি তা পৃথিবীর কী?

উত্তর- বায়ুমণ্ডলের ঢাকনা।

৭. আকাশ কে নীল দেখায় কেন?

উত্তর- পৃথিবীর ওপর হাওয়ার স্তর আছে বলে আকাশ নীল দেখায়।

৮. সকাল, দুপুর, সন্ধ্যায় আকাশের রঙ এক রকম থাকে না কেন?

উত্তর- পৃথিবীর ওপরকার বায়ুমণ্ডলের কারণে।

 

সততার পুরস্কার, মিনু ও নীল নদ আর পিরামিডের দেশ

ষষ্ঠ শ্রেণির গণিত সমাধান

Class 6 English

 

৯. দিন-রাত কীসের মাধ্যমে পৃথিবীর ছবি তোলা হচ্ছে?

উত্তর- মহাকাশযান।

১০. ভূপৃষ্ঠ বলতে কী বোঝায়?

উত্তর- পৃথিবীর উপরের অংশকে।

১১. চাঁদোয়া শব্দের অর্থ কী?

উত্তর- কাপড়ের ছাউনি।

১২. জলীয়বাষ্প কী?

উত্তর- পানির বায়বীয় অবস্থা।

১৩. মহাকাশযান বলতে কী বোঝানো হয়েছে?

উত্তর- মহাকাশে যাতায়াতের বাহন।

১৪. সংকেত অর্থ কী?

উত্তর- ইশারা।

১৫. এক সময় আকাশকে কী মনে করা হতো?

উত্তর- মানুষের মাথার উপরে বিশাল এক ঢাকনা।

১৬. আসলে আকাশ মূলত কী?

উত্তর- বায়ুর স্তর।

১৭. আকাশ গল্পের লেখকের নাম কী?

উত্তর- আব্দুল্লাহ আল-মুতী।

১৮. আব্দুল্লাহ আল-মুতী কীভাবে খ্যাতি লাভ করেছেন?

উত্তর- শিশুদের জন্য বিজ্ঞানবিষয়ক সাহিত্য রচনা করে।

১৯. গল্পে বাতাসে কতটি বর্ণহীন গ্যাস মিশে আছে?

উত্তর- ২০টি।

২০. আব্দুল্লাহ আল-মুতী কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?

উত্তর- ১৯৩০ খ্রিস্টাব্দে।

২১. লেখকের জন্ম কোন জেলায়?

উত্তর- সিরাজগঞ্জ।

২২. সিরাজগঞ্জ জেলার কোন গ্রামে লেখকের জন্ম?

উত্তর- ফুলবাড়িতে।

২৩. আব্দুল্লাহ আল-মুতী কত সালে মৃত্যুবরণ করেন?

উত্তর- ১৯৯৮ সালে।

২৪. আব্দুল্লাহ আল-মুতী কোথায় মারা যান?

উত্তর- ঢাকায়।

 

সততার পুরস্কার, মিনু ও নীল নদ আর পিরামিডের দেশ

ষষ্ঠ শ্রেণি বাংলা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : বাংলা সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

 

মাদার তেরেসা

-সনজীদা খাতুন

 

১. মাদার তেরেসা কেমন ছিলেন?

উত্তর- একজন অসাধারণ মানবদরদি।

২. মাদার তেরেসার জন্ম কোথায়?

উত্তর- আলবেনিয়ার স্কপিয়েতে।

৩. মাদার তেরেসা কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?

উত্তর- ১৯১০ খ্রিস্টাব্দে।

ষষ্ঠ শ্রেণির গণিত সমাধান

Class 6 English

৪. মাদার তেরেসা কোন মাসে জন্মগ্রহণ করেন?

উত্তর- ২৬ আগস্ট।

৫. মাদার তেরেসার পিতা কোন পেশায় কাজ করতেন?

উত্তর- বাড়িঘর তৈরি করতেন।

৬. মাদার তেরেসার বাবার নাম কী?

উত্তর- নিকোলাস বোজাঝিউ।

 

সততার পুরস্কার, মিনু ও নীল নদ আর পিরামিডের দেশ

 

৭. মাদার তেরেসার মায়ের নাম কী?

উত্তর- দ্রানাফিল বার্নাই।

৮. পারিবারিক পদবী অনুসারে মাদার তেরেসার নাম কী?

উত্তর- অ্যাগনেস গোনজা বোজাঝিউ।

৯. মাদার তেরেসার কয় ভাইবোন ছিলেন?

উত্তর- তিন ভাইবোন।

১০. তিন ভাইবোনের ভিতর মাদার তেরেসা কততম ছিলেন?

উত্তর- ছোট।

১১. মাদার তেরেসার ছোট বয়সের যুদ্ধের সময় কাল কত?

উত্তর- ১৯১৪-১৯১৮ সাল।

১২. ইতিহাসে সেই যুদ্ধকে কী বলা হয়?

উত্তর- প্রথম বিশ্ব যুদ্ধ।

১৩. তেরেসার কত বছর বয়সে সে খ্রিষ্টান মিশনারি দলে যোগ দেন?

উত্তর- ১৮ বছর।

১৪. ভারতে এই দল কখন কাজ করতেন?

উত্তর- ব্রিটিশ শাসনাধীন।

১৫. মাদার তেরেসা কোন খ্রিস্টান মিশনারি দলে যোগ দিয়েছিলেন?

উত্তর- লরেটো সিস্টার্স।

১৬. লরেটো সিস্টার্স আশ্রম কোথায়?

উত্তর- দার্জিলিংয়ে।

১৭. মাদার তেরেসা লরেটো সিস্টার্স আশ্রমে কত বছর ছিলেন?

উত্তর- তিন বছর।

১৮. তিন বছর লরেটো সিস্টার্স আশ্রমে তিনি কী হওয়ার জন্য থেকেছিলেন?

উত্তর- নান।

১৯. বাঙালিদের সাথে কাজ করার জন্য তেরেসা কী রপ্ত করেন?

উত্তর- বাংলা ভাষা।

২০. তিনি কোথায় শিক্ষকতা করার সুযোগ পান?

উত্তর- কলকাতার সেন্ট মেরি’জ স্কুলে।

২১. মাদার তেরেসা সেন্ট মেরি’জ স্কুলে কত বছর শিক্ষকতা করেন?

উত্তর- ১৭ বছর।

২২. মাদার তেরেসা লরেটো থেকে কত সালে বিদায় নেন?

উত্তর- ১৯৪৮ সালে।

২৩. লরেটো থেকে বিদায় নিয়ে তেরেসা কী করেছিলেন?

উত্তর- একেবারে গরিবদের সেবার কাজে নিয়োজিত হয়েছিলেন।

২৪. তিনি গাউন ছেড়ে দিয়ে কোন পোশাক পরা শুরু করেছিলেন?

উত্তর- শাড়ি।

২৫. শাড়ি মূলত কেমন পোশাক?

উত্তর- বাঙালি নারীর পোশাক।

২৬. মাদার তেরেসার কয়টার বেশি শাড়ি কখনো ছিল না?

উত্তর- তিনটি।

২৭. মাদার তেরেসা প্রথম স্কুল খুলে কোথায়?

উত্তর- কলকাতার এক নোংরা বস্তিতে।

২৮. মাদার তেরেসার গড়ে তোলা মানবসেবার সংঘের নাম কী?

উত্তর- মিশনারিজ অব চ্যারিটি।

২৯. অসহায় মানুষের জন্য মাদার তেরেসা কী করেন?

উত্তর- নির্মল হৃদয় নামে এক প্রতিষ্ঠান বানায়।

৩০. নির্মল হৃদয় কত সালে প্রতিষ্ঠিত করেন?

উত্তর- ১৯৫২ সালে।

৩১. অনাথ শিশুদের জন্য মাদার তেরেসা কী প্রতিষ্ঠা করে?

উত্তর- শিশুভবন।

৩২. মানসিক ও শারীরিক প্রতিবন্ধী শিশুদের জন্য কী স্থাপন করেন?

উত্তর- নবজীবন আবাস।

৩৩. মাদার তেরেসা কুষ্ঠ রোগীদের জন্য কী প্রতিষ্ঠা করেন?

উত্তর- প্রেমনিবাস।

৩৪. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় কত মানুষ আশ্রয় নিয়েছিল?

উত্তর- প্রায় এক কোটি লোক।

৩৫. মাদার তেরেসা কত সালে মৃত্যুবরণ করেন?

উত্তর- ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর।

৩৬. সারা জীবন মাদার তেরেসা কী করেছেন?

উত্তর- মানুষের সেবা করেছেন।

৩৭. মানবদরদি বলতে কী বোঝায়?

উত্তর- মানুষের জন্য যার দরদ আছে।

৩৮. সেবাব্রতী দ্বারা কী বোঝানো হয়েছে?

উত্তর- মানুষের সেবা করাই যার ব্রত।

৩৯. নান শব্দের অর্থ কী?

উত্তর- গির্জা বাসিনী।

৪০. সনজীদা খাতুন কত সালে জন্মগ্রহণ করেন?

উত্তর- ১৯৩৩ সালে।

৪১. সনজীদা খাতুন কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর- ঢাকায়।

৪২. লেখক কোথায় কর্মরত ছিলেন?

উত্তর- ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

৪৩. সনজীদা খাতুনের মূলত পরিচয় কী?

উত্তর- একজন প্রবন্ধকার ও গবেষক।

৪৪. সনজীদা খাতুনের খ্যাতি আছে কীসে?

উত্তর- রবীন্দ্রসংগীত শিল্পী ও সাংস্কৃতিক আন্দোলনের কর্মী।

ষষ্ঠ শ্রেণির গণিত সমাধান

Class 6 English

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!