চীনে আবাসন ব্যবসা চাঙা হয়েছে। সম্প্রতি দেশটিতে যে জাতীয় দিবসের ছুটি গেল, সেই সময় দেশটির আবাসন বাজারে কেনাবেচার গতি বেড়েছে। চীন সরকার অর্থনীতি চাঙা করতে সম্প্রতি যে প্রণোদনা দিয়েছে, সে কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
চলতি বছর চীনের আবাসন বাজারে প্রণোদনা দিতে বেশ কিছু নীতিগত পদক্ষেপ নেওয়া হয়েছে, যেমন এককালীন প্রদেয় অর্থের পরিমাণ কমানো ও বন্ধকি ঋণের সুদহার কমানো। এসব নীতিগত পদক্ষেপের কারণে চীনের আবাসন বাজারে গতি এসেছে।
সম্প্রতি চীনের সপ্তাহব্যাপী জাতীয় দিবসের ছুটির মধ্যে মানুষের বাড়ি দেখার পরিমাণ বেড়েছে। এতে বোঝা যায়, মানুষের মধ্যে বাড়ি কেনার আগ্রহ বেড়েছে। সেই সঙ্গে বিভিন্ন স্থানে বাড়ি কেনাবেচাও বেড়েছে, যদিও সবখানে একই হারে যে বেড়েছে, তা নয়।
আবাসন বাজার চাঙা করতে ৫০টি বেশি শহরে বিশেষ নীতি প্রণয়ন করা হয়েছে। সহস্রাধিক আবাসন কোম্পানি এই জাতীয় দিবসের ছুটির প্রচারণায় অংশ নিয়েছে।
দেখা গেছে, এবারের প্রচারণায় বিভিন্ন প্রকল্পে মানুষের অংশগ্রহণ গত বছরের একই সময়ের তুলনায় ৫০ শতাংশ বেড়েছে।
সূত্র: সিএমজি