Monday, December 23
Shadow

আপনি কি বিনামূল্যে ফলদ গাছ বিতরণে অংশ নিতে চান?

আপনি কি আমাদের বিনামূল্যে ফলদ গাছ বিতরণে অংশ নিতে চান? বা আপনার কি পতিত জমি আছে? যেখানে আপনি ফলদ গাছ রোপণ করতে পারবেন? তাহলে আজই ‘বেল’ আইকনে ক্লিক করে আমাদের সাইটটির বন্ধু হয়ে যান এবং

এই চ্যানেলটিতে সাবসক্রাইব করে রাখুন।

আর আপনি স্বেচ্ছাসেবী হিসেবে গাছ বিরতণ কাজে অংশ নিতে চাইলে নিচের দেওয়া নম্বরটিতে সরাসরি কল করে জানান।

ফলদ গাছ বিতরণ
ফলদ গাছ বিতরণ

কারণ গাছ বিতরণ সংক্রান্ত তথ্য, ছবি, টিপস, সবই থাকবে এই সাইটে ও ভিডিও পাওয়া যাবে ওই চ্যানেলে

মাটির পক্ষ থেকে গাছ বিতরণ কার্যক্রম চলতেই থাকবে। আপনাদের সমর্থন পেলে আরও ফুলেফেঁপে উঠবে এই অভিযান। দেশটাকে ফলদ গাছে ভরে দিতে পারলেই আমাদের অনেক সমস্যার সমাধান হবে। সমাধান হবে খাদ্য ও পুষ্টি সমস্যারও।

তাই আগ্রাসী ও বেদরকারি অ্যাকাশিয়া, মেহগনীকে না বলে বেশি করে কাঁঠাল, আম, জামরুল  এসব গাছ লাগান। ফিরিয়ে আনুন আমাদের রসাল ফলের ঐতিহ্য। ঠেকিয়ে দিন ফল নিয়ে সিন্ডিকেট ব্যবসায়ীদের বাণিজ্যের থাবা।

আমরা ফল গাছের চারা বিতরণ করার সময় অনুরোধ করি, যাতে আপনার গাছের মালিকানা আপনি নিজের জন্য দাবি না করেন, মানে দরিদ্র ও দুস্থদের জন্য যাতে আপনার গাছটি উন্মুক্ত থাকে। আর পাখিরা তো খাবেই। এর চেয়ে বড় তৃপ্তির কাজ আর হতে পারে না বলে আমাদের বিশ্বাস।

 

ডোনেশন পাঠাতে: বিকাশ-পারসোনাল 01976-324725

Paypal: mhoque2006@gmail.com

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!