Friday, December 20
Shadow

কৃষি শিক্ষা : এসএসসি টেস্ট পরীক্ষা : MCQ পর্ব-১

কৃষি শিক্ষা : এসএসসি টেস্ট পরীক্ষা : MCQ

এসএসসি ২০২৫ এর জন্য কৃষি শিক্ষা বিষয়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ পর্ব-১

পূর্ণমান-২৫

১। মাটির বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে কয়টি কৃষি পরিবেশ অঞ্চলে ভাগ করা হয়েছে?

ক) ২০টি                       

খ) ৩০টি

গ) ২৫টি

ঘ) ৪০টি

২। তুলা চাষের জন্য জমিতে কয়টি চাষ দিতে হয়

ক) ৮টি

খ) ৭টি

গ) ৫টি

ঘ) ১০টি

৩। বীজ পরবর্তী মৌসুমে ব্যবহারের জন্য আর্দ্রতা কত ভাগের নিচে রাখা দরকার?

ক) ১২%

খ) ১১%

গ) ১৩%

ঘ) ১৫%

৪। চিংড়ি মাছের খাবার দিতে হয় কখন?

ক) ভোরে

খ) দুপুরে

গ) সন্ধ্যায়

ঘ) রাতে

রিতার গোলাপ বাগানে কিছু ডাল ডগা থেকে ক্রমান্বয়ে শুকিয়ে কালো হয়ে নিচের দিকে আসছে। কিছু গাছের কচি পাতা ও ফুলের পাপড়ি এক ধরনের পোকা ছিদ্র করতে শুরু করেছে।

৫। রিতার গোলাপ বাগানে কোন পোকার আক্রমণ হয়েছে?

ক) রেড স্কেল

খ) উইভিল পোকা

গ) গুবরে পোকা

ঘ) ঘাস ফড়িং

৬। রিতার বাগানের সমস্যার সমাধান কোনটি?

i) রাসায়নিক দমন

ii) জৈব রাসায়নিক দমন

iii) জৈব দমন

নিচের কোনটি সঠিক?

ক) i

খ) ii

গ) i ও ii

ঘ) i, ii ও iii

৭। ইউরিয়া মোলাসেস খড় তৈরিতে প্রতি কেজি ইউরিয়ায় কত লিটার পানির প্রয়োজন হয়?

ক) ২০ লিটার

খ) ২৫ লিটার

গ) ৩০ লিটার

ঘ) ৩৫ লিটার

৮। কুয়াশাচ্ছন্ন ও মেঘলা আকাশ অবস্থায় আলুতে কোন রোগের আক্রমণ বেশি হয়?

ক) রিস্‌ম ডিজিস

খ) আগাম ধ্বসা রোগ

গ) লেইট ব্লাইট রোগ

ঘ) আলুর স্ক্যাব রোগ

৯। কলাগাছের জন্য কেমন চারা নির্বাচন করা দরকার?

ক) সরু পাতার চারর

খ) প্রশস্ত পাতার চারা

গ) আগাগোড়া সমান কাণ্ডের চারা

ঘ) লম্বা কাণ্ডের চারা

১০। পাটের চারা গজানোর কতদিন পর ঘন দুর্বল চারাসহ আগাছা পরিষ্কার করতে হয়?

ক) ৫-৭ দিন

খ) ৮-১০ দিন

গ) ১২-১৪ দিন

ঘ) ১৫-২০ দিন

১১। দেশে মোট মাছ উৎপাদনের শতকরা কত ভাগ অভ্যন্তরীণ জলাশয় থেকে আসে?

ক) ৭০%

খ) ৭৫%

গ) ৮০%

ঘ) ৮৫%

১২। হে তৈরি করতে সবুজ ঘাসের আর্দ্রতা কত শতাংশের মধ্যে নামিয়ে আনতে হয়?

ক) ৫%

খ) ১০%

গ) ১৫%

ঘ) ২০%

১৩। ধান বীজ বাছাই করতে বীজের কতভাগ গজানোর সক্ষমতা থাকা প্রয়োজন?

ক) ৮০ শতাংশ

খ) ৯০ শতাংশ

গ) ৭৫ শতাংশ

ঘ) ৬৫ শতাংশ

১৪। পুকুরের পাড়ে বড় গাছ থাকলে

  1. সূর্যালোক ও বাতাসের ঘাটতি হবে
  2. ফাইটোপ্লাংকটন বৃদ্ধি ব্যাহত হবে
  3. খাদ্য খরচ কম হবে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

১৫। ধানের চারা সবুজ রাখতে ইউরিয়া প্রয়োগের পর কোনটি দিতে হবে?

ক) এমপি

খ) টিএসপি

গ) জিপসাম

ঘ) সালফার

১৬। ধানক্ষেতে মাছ ও গলদার সমন্বিত চাষে জমিতে কমপক্ষে কতটুকু পানি থাকতে হবে?

ক) ৮-১০ সে.মি.

খ) ১০-১৫ সে.মি.

গ) ১২-১৫ সে.মি.

ঘ) ১৫-২৫ সে.মি.

১৭। পুকুরের কয়টি স্থান থেকে মাছের সম্পূরক খাদ্য দিতে হয়?

ক) ২-৫

খ) ১-২

গ) ৩-৪

ঘ) ৬-৮

১৮। নিচের কোনটি কৃষিতাত্ত্বিক বীজ?

ক) গম

খ) আলু

গ) শিম

ঘ) কুমড়া

উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও

একটি পুকুরের পানি পরীক্ষা করে PH মান পাওয়া যায় ৩-৫। পুকুরের আয়তন ১০ শতাংশ। এই পুকুরে মাছ চাষে সফলতা পেতে হলে পানির গুণগত মান যাচাই করা জরুরি।

১৯। পুকুরটিতে কত কেজি চুন প্রয়োগ করতে হবে?

ক) ১২০ কেজি

খ) ৮০ কেজি

গ) ৪০ কেজি

ঘ) ২০ কেজি

২০। পুকুরটিতে উক্ত অবস্থায় পোনা ছাড়লে—

  1. মাছের খাদ্য খরচ বেশি লাগবে
  2. মাছের বৃদ্ধির হার কমবে
  3. পোনা মারা যাবে

ক) i

খ) ii

গ) iii

ঘ) i, ii, ও iii

২১। নিচের কোনটি পশুর সম্পূরক খাদ্য?

ক) কচুরিপানা

খ) কাঁচা ঘাস

গ) ইউরিয়া মোলাসেস

ঘ) শুকনো খড়

২২। ফুলের পাপড়ি ছিদ্র অবস্থার প্রতিকারের জন্য কোনটি প্রয়োগ করতে হয়?

ক) রোটেনন

খ) ম্যালাথিয়ন

গ) ফসটক্সিন

ঘ) তুঁতে

২৩। মাছের পেট ফোলা কোন ধরনের রোগ?

ক) ভাইরাসজনিত

খ) ফাঙ্গাসজনিত

গ) অণুজীবজনিত

ঘ) ব্যাকটেরিয়াজনিত

২৪। নিচের কোনটি দেশি জাতের পাট?

ক) ওএম-১

খ) লিজি

গ) সিভিএল-১

ঘ) এইচসি-২

২৫। জলজ আগাছা দমনে কোনটি ব্যবহৃত হয়?

ক) চুন

খ) ফসটক্সিন

গ) রোটেনন

ঘ) কপার সালফেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!