Friday, April 26
Shadow

নারীর স্বাস্থ্য রক্ষায় ফিজিওথেরাপি : ডা. ছাপিয়া আক্তার

ফিজিওথেরাপি নারীর স্বাস্থ্য

নারীর স্বাস্থ্য রক্ষায় ফিজিওথেরাপি

ডা. ছাপিয়া আক্তার (পিটি)

নারীর স্বাস্থ্য রক্ষায়, বিশেষ করে সন্তান জন্ম নেওয়ার আগে ও পরে কার্যকর ভূমিকা রাখতে পারে গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপি। বিশেষ করে গর্ভবতীর ব্যথা ও অবশ ভাব থেকে রক্ষার প্রথম সারির উপকারী এক চিকিৎসা পদ্ধতি বলা হচ্ছে একে, যা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডার মতো উন্নত দেশ ছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত ও চীনেও চালু রয়েছে।

 

উপকারিতা

♦ মাংসপেশির শক্তি ও ক্ষমতা বাড়ায়, পেলভিক ফ্লোর মাংসপেশির শক্তি বাড়ায় এবং বিগ অ্যাবডোমেন (বড় পেট) ঠিক রাখে।

♦ মানসিক ও শারীরিকভাবে কর্মক্ষমতা বাড়ায়, মানসিক চাপ কমায়।

♦ সন্তান প্রসবের পর ওজন ঠিক রাখে।

♦ শারীরিক ব্যায়ামের ক্ষমতা এবং ফিজিক্যাল ফিটনেস বাড়ায়।

♦ সেলাইয়ের স্থানে টান টান ভাব কমায়, প্রসব-পরবর্তী পেটের চর্বি কমায়, মাংসপেশি সংকুচিত করে।

♦ গর্ভকালীন ও প্রসবকালে শ্বাস-প্রশ্বাসের সমস্যার সমাধান করে।

 

যাঁদের জন্য প্রযোজ্য

♦ যেসব গর্ভবতী নারীর কোমর, ঘাড় ও পায়ে ব্যথা।

♦ সন্তান হওয়ার আগে ও পরে প্রস্রাব-পায়খানা ধরে রাখতে পারেন না যাঁরা। হাঁচি-কাশির সঙ্গে প্রস্রাব বের হয় যাঁদের।

♦ চল্লিশোর্ধ্ব বয়স্ক নারী, যাঁদের পেলভিক ফ্লোর মাংসপেশির শক্তি কমে যায় এবং যাঁরা জন্মপূর্ব ও জন্মোত্তর সমস্যায় ভুগে থাকেন।

♦ যাঁদের রয়েছে সায়াটিকা, মেরুদণ্ডের ব্যথা, হাড় ক্ষয় ও বেড়ে যাওয়ার সমস্যা।

♦ জরায়ু, পায়খানার রাস্তায় যেকোনো সার্জারির পরবর্তী সমস্যা, হিস্টেকটমি, ব্রেস্ট সার্জারি ইত্যাদি।

♦ সিজারিয়ান অপারেশনের পর সেলাইয়ের জায়গায় টান অনুভব, প্রসবের আগে ও পরে পা ফুলে যাওয়া প্রভৃতি।

 

লেখক : কনসালট্যান্ট, অগ্রণী ম্যানুপুলেশন থেরাপি সেন্টার

https://www.youtube.com/watch?v=Geg0SPadJxM&feature=youtu.be&fbclid=IwAR2HglGA9JSXIEbcvEWF0-NSYX9OzQEZymVGMbPrRjOZLDTmhxxrotcebkA

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!

error: Content is protected !!