Monday, December 23
Shadow

বাগানের জন্য ভালো মাটি কোথায় পাবেন?

শখের বাগানের জন্য চাই উপযুক্ত মাটি । শহরে যারা ভালোমাটি খুঁজে পান না, তাদের জন্য  চমৎকার বিকল্প হতে পারে কোকোপিট ও ভার্মি কম্পোস্টের মিশ্রণে তৈরি রেডিমিক্স গার্ডেন সয়েল তথা পটিং মিক্স । এটা গার্ডেন মিক্স নামেও পরিচিত।  বাংলাদেশের যেকোনো জেলা সদরে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এটি পেতে চাইলে কল করুন ০১৪০৭৩৬৫০৭২ নম্বরে।

কোকোডাস্ট ও ভারমি কম্পোস্টের এই পটিং মিক্স এর সুবিধা হলো এতে মাটির পিএইচ মান থাকে অটুট। এ ছাড়া এটি পানি ধরে রাখে না। ওজনেও হালকা।

এ মাটি পরিমাণে বেশি লাগে  না। ১২ইঞ্চি আকারের একটি টবে রেডিমিক্স লাগবে মাত্র ৫ কেজি।

এতে সহজে লেটুস, বাধাকপি ও বিদেশি ফুলের গাছ লাগাতে পারবেন। নিয়ম করে শুধু রোদ আর পানি পেলেই হবে। এর জন্য বাড়তি করে কোনো সার মেশাতে হবে না।

বাগানের মাটি,  রেডিমিক্স কোকোপিট, কোকোডাস্ট, জৈব সার, শখের বাগান,বাগানের টিপস, বাগান করা বাগান,বাগানের জন্য ভালো মাটি, টবের গাছ, টবে কোন গাছ ভালো হয়, টবের জন্য, সার, readymix soil, cocodust in Dhaka, garden tips, garden soil dhaka,বাগান টিপস,টবে সবজি,টবে গাছ,টবে সার,টবে মরিচ চাষ,ঢাকার নার্সারি,nursery in Dhaka,Tob tree,cocopit dhaka,garden without soil,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!