Tuesday, September 17
Shadow

যুবদল নেতা শরিফুলের ওপর হামলা : ফেনীতে বিক্ষোভে পুলিশের ধাওয়া

ফেনী প্রতিনিধি

যুক্তরাজ্য যুবদল নেতা মো. শরিফুল ইসলামের ওপর গতকাল ১৪ অক্টোবর সকালে হামলা হয়। সকালে ফেনীর ছাগলনাইয়ার নিজ বাড়িতে তার ওপর হামলা চালায় স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা। একাধিক সূত্র এ খবর নিশ্চিত করেছে।  

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এ ছাত্রনেতা গত ৫ অক্টোবর দেশে ফেরেন। এর ১০ দিন না পেরোতেই প্রতিপক্ষ দলের পূর্বপরিকল্পিত হামলার শিকার হন তিনি।

মো শরিফুল ইসলাম (ফাইল ছবি)

জানা যায়, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই সাবেক ছাত্রলীগ নেতার ইন্ধনে এই হামলা হয় শরিফুলের ওপর।

শরিফুল ইসলাম গত ২০১১ সালে লন্ডন থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরে আসেন এবং বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে সমন্বয়কের ভূমিকা পালন করেন। ২০১২ সালেও সরকারদলীয় ক্যাডারদের হাতে তিনি একবার হামলার শিকার হয়েছিলেন। সেবার গুরুতর আহতও হয়েছিলেন তিনি।

স্থানীয় দলীয় সূত্রে জানা গেছে, শরিফুল ইসলাম একজন তুখোড় ও মেধাবী ছাত্রনেতা। ছাত্রদলের গঠনতান্ত্রিক উন্নয়নের পেছনে তার বড় ভূমিকা রয়েছে। এ ছাড়া তিনি নানা ধরনের সমাজকর্মেও জড়িত। মো. শরিফুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে ঘটনার দিনই বিক্ষোভ মিছিলের ডাক দেয় ফেনী জেলা বিএনপি। কিন্তু ছাত্রলীগ, যুবলীগের হামলায় এবং পুলিশের লাঠিচার্জে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!

error: Content is protected !!