Friday, December 20
Shadow

উচ্চমাধ্যমিক জীববিজ্ঞান

জীববিজ্ঞান ১ম পত্র অধ্যায় ৩ : কোষ রসায়ন

জীববিজ্ঞান ১ম পত্র অধ্যায় ৩ : কোষ রসায়ন

Education, উচ্চ মাধ্যমিক, উচ্চমাধ্যমিক জীববিজ্ঞান
জীববিজ্ঞান ১ম পত্র অধ্যায় ৩ : কোষ রসায়ন   ১. কোনটিতে ক্ষারীয় অ্যামিনো এসিডের পরিমাণ বেশি? ক) প্রোটামিন     খ) প্রোলামিন গ) হিস্টোন       ঘ) অ্যালবুমিন সঠিক উত্তর: (ক)   ২. রিডিউসিং স্যুগার যে বিকারকগুলোর সাথে বিক্রিয়া করে ফেহলিং বিকারক টলেন বিকারক iii. বেনেডিক্ট বিকারক নিচের কোনটি সঠিক? ক) i ও ii                   খ) ii ও iii গ) i ও iii                   ঘ) i, ii ও iii সঠিক উত্তর: (গ)   ৩. আখের রসে সুক্রোজ কী পরিমাণে থাকে? ক) ১৫%         খ) ২৫%       গ) ২৮%    ঘ) ৩৩% সঠিক উত্তর: (ক)   জীববিজ্ঞান ১ম পত্র অধ্যায় ৩ : কোষ রসায়ন   ৪.সঞ্চিত পলিস্যাকারাইড – ক) স্টার্চ                       খ) সেলুলোজ গ) পেকটিক এসিড              ঘ) হেমিসেলুলোজ সঠিক উত্তর: (ক)   ৫.র‌্যামনোজ এর সংকেত কোনটি?...
উচ্চমাধ্যমিক জীববিজ্ঞান অধ্যায় ২ কোষ বিভাজন এমসিকিউ

উচ্চমাধ্যমিক জীববিজ্ঞান অধ্যায় ২ কোষ বিভাজন এমসিকিউ

উচ্চ মাধ্যমিক, উচ্চমাধ্যমিক জীববিজ্ঞান
উচ্চমাধ্যমিক জীববিজ্ঞান প্রথম পত্র অধ্যায় ২ কোষ বিভাজন এমসিকিউ     উচ্চমাধ্যমিক জীববিজ্ঞান কোষ বিভাজন এমসিকিউ     উচ্চমাধ্যমিক জীববিজ্ঞান অধ্যায় ২ কোষ বিভাজন এমসিকিউ
উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ২৫টি তথ্য (পর্ব-১)

উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ২৫টি তথ্য (পর্ব-১)

উচ্চ মাধ্যমিক, উচ্চমাধ্যমিক জীববিজ্ঞান
উচ্চমাধ্যমিকের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ২৫টি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হলো। এগুলো বার বার করে পড়লে আরো অনেক পড়া গেঁথে যাবে মাথায়। জীববিজ্ঞান শিখতে হলে এসব তথ্য একেবারে মুখস্থ করে নিলেই ভালো। নটোকর্ড আছে কি নেই তার ওপর ভিত্তি করে প্রাণিজগতকে ২ ভাগে ভাগ করা যায়। নিডোসাইট কোষ থাকে হাইড্রায়। পরিফেরা পর্বের প্রাণীদের দেহপ্রাচীরে অসংখ্য ছিদ্র থাকে। এগুলোকে বলে অস্টিয়া। ঠড়ষাড়ী, জধফরড়ষধৎরধ, ঐবষরড়ুড়ধ এসব হলো গোলীয় প্রতিসাম্যের উদাহরণ। ডান ফুসফুসে ১০টি ও বাম পাশের ফুসফুসে ৮টি লবিউল থাকে। ২৩ সপ্তাহে মানবভ্রূণে প্রথমবারের মতো সারফেকট্যান্ট ক্ষরণ শুরু হয়। আমাদের শরীর থেকে প্রতিদিন নিঃশ্বাসের মাধ্যমে ৪০০-৬০০ মিলিলিটার পানি বেরিয়ে যায়। বাতাসে কার্বন ডাই-অক্সাইডের ঘনত্ব ০.২৫ শতাংশ বাড়লে শ্বসনের হার দ্বিগুণ হয়ে যায়। অক্সিজেনের ঘনত্ব ২০-৫ শতাংশে নেমে আসলেও শ্বসনের হার দুই গুণ বাড়ে। মধ্যকর্ণে সংক্রমণ...

Please disable your adblocker or whitelist this site!