বাংলা সাধারণ জ্ঞান : প্রশ্ন ও উত্তর
ঝালাই করে নিন আপনার বাংলা সাধারণ জ্ঞান । ঝটপট চোখ বুলিয়ে নিন প্রশ্নোত্তরগুলোতে। বাংলা সাধারণ জ্ঞান এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো চলে আসতে পারে ব্যাংকের নিয়োগ পরীক্ষা থেকে শুরু করে বিসিএস-এও। নিয়মিত আপডেট পেতে যোগ দিন আমাদের গ্রুপে।
১। বাংলা ভাষার রূপ কয়টি?
উত্তর : ২টি।
২। হরতাল কোন দেশি শব্দ?
উত্তর : গুজরাটি।
৩। কোন শব্দটি নিত্য পুরুষবাচক?
উত্তর : কবিরাজ
৪। নজরুলের প্রথম উপন্যাস কোনটি?
উত্তর : বাঁধনহারা
৫। উপসর্গ শব্দের কোথায় বসে?
উত্তর : শুরুতে
৬। ক্রিয়াপদের মূল অংশকে কী বলে?
উত্তর : ধাতু
৭। সাক্ষর শব্দের অর্থ কী?
উত্তর : অক্ষরজ্ঞান সম্পন্ন
৮। ছন্দের জাদুকর কে?
উত্তর : সত্যেন্দ্রনাথ দত্ত
৯। মেঘে বৃষ্টি হয়। এখানে কারক হলো-
উত্তর : অপাদান
১০। ততোধিক -এর সন্ধিবিচ্ছেদ কী?
উত্তর : ততঃ + অধিক
১১। যা আঘাত পায়নি, এক কথায় কী হবে?
উ...