পরমাণুর খোশগল্প
কাজী ফারহান হোসেন পূর্ব
পরমাণু ভাইয়ার কাছে গেলে তিনি আমাদেরকে রসায়নের নানা জটিল বিষয় খুব সহজে বুঝিয়ে দেন। সেই সাথে তিনি পর্যায় সারণির নানান অদ্ভুত এবং বিখ্যাত মৌল গুলো নিয়েও খোশগল্পে মেতে উঠেন। আজকে তিনি পর্যায় সারণির 'ওয়ান্ডার মেটাল' এবং 'দুষ্ট মৌল' নামে খ্যাত দুটি মৌল নিয়ে কাজী ফারহান হোসেন পূর্বকে কিছু বিস্ময়কর তথ্য দিয়েছেন!
ওয়ান্ডার মেটাল
তোমরা নিশ্চয়ই ওয়ান্ডার ওম্যানের নাম শুনেছ? আমি পরমাণু হয়েও ওয়ান্ডার ওম্যানের বিরাট ভক্ত। কারণ তার শক্তি, সাহস এবং পরাজয়ে হার না মানার স্বভাবই তাকে ওয়ান্ডার ওম্যান করে তুলেছে। আমাদের পরমাণু সমাজেও তার মতোই একটা বিস্ময়কর ধাতু আছে। আমরা ওকে নিয়ে সবাই বেশ গর্ব করি। তোমাদের যেমন জাতীয় পরিচয়পত্রের নম্বর আছে তেমনি আমাদের সব পরমাণুরও একটা নম্বর আছে। সে হিসেবে আমাদের ওয়ান্ডার মেটালের নম্বর হল ২২। হ্যাঁ, তোমরা ঠি...

