জেএসসি : বাংলা বিষয়ে ভালো করার পরামর্শ
আগামীকাল (১ নভেম্বর ২০১৮) থেকে সারা দেশে শুরু হচ্ছে জেএসসি পরীক্ষা। আশা করি, ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করেছ। তোমরা ইতোমধ্যে বাংলা বিষয়ের নতুন প্রশ্নকাঠামো ও মানবণ্টন সম্পর্কে জেনেছ। যেহেতু নতুন প্রশ্নকাঠামোর আলোকে তোমাদের বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে এ বিষয়ে তোমরা আরো ভালোভাবে জেনে নেবে।
জেএসসি পরীক্ষায় বাংলা বিষয়ে সৃজনশীল অংশে রয়েছে ৪০ নম্বর। সৃজনশীল উত্তর দেয়ার আগে ভালোভাবে উদ্দীপক পড়ে বুঝে নেবে। উদ্দীপক না বুঝে লিখলে উত্তর যথাযথ হবে না। অনেকে তাড়াহুড়ো করতে গিয়ে উদ্দীপক ভালোভাবে না বুঝে উত্তর লিখে। এটা করা ঠিক নয়। সৃজনশীল প্রশ্নের উত্তরে অপ্রাসঙ্গিক কথা না লিখে প্রশ্নে যা চাওয়া হয়েছে তা গুছিয়ে লিখতে হবে। প্রশ্নে প্রদত্ত উদ্দীপকের সাথে তোমার পঠিত গদ্য অথবা কবিতার সাদৃশ্য/ বৈসাদৃশ্য কোথায় তা প্রশ্নের আলোকে উত্তর লিখবে। এজন্য গদ্য এবং কবিতাগুলোর পাঠ-পরিচিতি ভালোভাবে আয়ত্ব কর...