জেনে নাও উজ্জ্বল পিঠের গোপন রহস্য!
শাড়ির সঙ্গে দারুণ একটা ব্যাকলেস ডিজ়াইনার ব্লাউজ় পড়ে রাহুলকে চমকে দেবে বলে ভেবেছে পারমিতা। এদিকে অর্ডার দিয়ে বানানো পছন্দের ব্লাউজ়টা পরতেই মন খারাপ হয়ে গেল তার। পিঠে অ্যাকনে হয়ে একগাদা বিচ্ছিরি দাগ হয়ে গিয়েছে। এমনিতেই গরমকাল এলে পারমিতার নিত্য সঙ্গী হয়ে দাঁড়ায় ওই অ্যাকনেগুলো। তার মধ্যে গুচ্ছ-গুচ্ছ টাকা খরচা করেও কোনও লাভ হয়নি।
পারমিতার মতো একই অবস্থা অরুণিমারও। বিয়েবাড়ির মরশুম এলেই অরুণিমা ভাবতে শুরু করে পিঠ ঢাকা কোন ব্লাউজ়টা সে পরবে! পারমিতা আর অরুণিমার মতো অবস্থা নিশ্চয়ই তোমাদের অনেকেরই। তবে এবার সামনেই সরস্বতী পুজো। তাছাড়া ভরা বিয়ের মরশুম তো আছেই। নানারকম ডিজ়াইনার ব্লাউজ় কিনে সক্কলের মাথা ঘুরিয়ে দিতে এবার স্কিন কেয়ারের ডেলি রুটিনে চটপট যোগ করে নাও পিঠকেও।
পিঠে কেন হয় অ্যাকনে?
যাদের অয়েলি স্কিন তাদের সারাবছরই কিন্তু নানারকম সমস্যা দেখা যায়। মুখে ব্রণ তো বেরোয়ই, ত...