বেইজিংয়ে উড়াল দিল রেকর্ড সংখ্যক কালো সারসের ছানা - Mati News
Saturday, December 13

বেইজিংয়ে উড়াল দিল রেকর্ড সংখ্যক কালো সারসের ছানা

বেইজিংয়ের আকাশে বিরল প্রজাতির কালো সারসের ডানা মেলার দৃশ্য এবার একটু বেশিই মন কাড়ছে। চলতি বছর শহরজুড়ে ১৭টি নবজাতক কালো সারস তাদের নিরাপদ বাসা ছেড়ে স্বাধীন আকাশে উড়তে শুরু করেছে। ২০০৭ সালে রেকর্ড শুরুর পর থেকে এটি এক বছরে সর্বোচ্চ সংখ্যা। খবর সিএমজি বাংলার

গত শুক্রবার, শেষ ছানাটির বাসা ত্যাগের মধ্য দিয়ে সম্পূর্ণ হলো এ বছরের ডানা মেলার অধ্যায়।

তবে এ উড়াল সহজ ছিল না। বর্ষা মৌসুম এখনো শেষ হয়নি, ফলে শহরের নদীগুলোর প্রবাহ তীব্র, পানিতে পলির মাত্রা বেশি। খাদ্য সন্ধানের স্থানগুলো বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খাবার পাওয়াও কঠিন চ্যালেঞ্জ।

এই পরিস্থিতিতে বেইজিংয়ের কালো সারসদের জন্য রক্ষাকবচ হয়ে দাঁড়িয়েছেন সংরক্ষণকর্মীরা। চায়না ওয়াইল্ডলাইফ কনজারভেশন অ্যাসোসিয়েশনের সদস্য লি লি জানান, তারা বিভিন্ন অগভীর ও শান্ত জলে খাদ্য সরবরাহ কেন্দ্র বসিয়েছেন। পানির নিচে ক্যামেরা বসিয়ে নজর রাখা হচ্ছে ছানাগুলোর স্বাস্থ্য, খাদ্যের প্রাচুর্য ও পরিবেশের নিরাপত্তার ওপর।

সুখবর হলো—পর্যবেক্ষণে দেখা গেছে, সব ছানাই সুস্থ আছে এবং ক্রমে তারা খাবার সংগ্রহে দক্ষ হয়ে উঠছে।

কালো সারস চীনের প্রথম শ্রেণির জাতীয় সুরক্ষিত পরিযায়ী পাখি। পৃথিবীতে প্রায় তিন হাজার , কালো সারস অবশিষ্ট আছে, যার মধ্যে প্রায় এক হাজারটি আছে চীনে। কয়েক বছর আগে বেইজিংয়ে এ প্রজাতির সংখ্যা ছিল ৫০-৬০টি। এখন তা বেড়ে প্রায় ১০০-তে পৌঁছেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *