Tuesday, January 21
Shadow

হংকং-চুহাই-ম্যাকাও সেতু দিয়ে আমদানি-রপ্তানি বেড়েছে ২৪%

দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের চুহাই শহর এবং বিশেষ প্রশাসনিক অঞ্চল ম্যাকাওকে যুক্ত করেছে হংকং-চুহাই-ম্যাকাও সেতু। চলতি বছরের প্রথম চার মাসে এই সেতুর মাধ্যমে ৬৭ দশমিক ২৯ বিলিয়ন ইউয়ান মূল্যের পণ্য আমদানি ও রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৪ শতাংশ বেশি।

স্থানীয় শুল্ক বিভাগের পরিসংখ্যান অনুসারে, এপ্রিলে মাসে আমদানি-রপ্তানি হয়েছে ১৯ দশমিক ১১ বিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই তুলনায় ৩০ দশমিক ৩৫ শতাংশ বেশি।

এই সময়ের মধ্যে সেতু দিয়ে প্রায় ২ লাখ ট্রাক পণ্য পরিবহন করেছে।

২০১৮ সালে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর থেকে কুয়াংতোং-হংকং-মাকাও গ্রেটার বে অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি এনে দিয়েছে এই সেতুটি।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *