অত্যাধুনিক টানেল বোরিং মেশিন তৈরি করলো চীন - Mati News
Friday, December 5

অত্যাধুনিক টানেল বোরিং মেশিন তৈরি করলো চীন

মধ্য চীনের হ্যনান প্রদেশের চেংচৌয়ের একটি কারখানায় তৈরি করা হলো অত্যাধুনিক টানেল বোরিং মেশিন। এই মেশিনটি বেইজিংয়ে একটি আন্ডার ওয়াটার সাবওয়ে লাইন ১-এর নির্মাণ কাজে ব্যবহার করা হবে।

চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্ট গ্রুপের তৈরি এ অত্যাধুনিক টানেল বোরিং মেশিনটিতে একটি অভিনব পাথর-পরিচালনা ব্যবস্থা রয়েছে। এটি বড় বড় পাথর বা শিলাখণ্ডকে টানেলিংয়ের সময় অবিরামভাবে খনন করতে পারে। পাথরগুলোকে খুব নিখুঁতভাবে ছেঁকে বা স্ক্রিন করে নিতে পারে এবং সেগুলোকে বাইরে পরিবহনে সক্ষম।

১৯৬৫ সালে যখন বেইজিং সাবওয়ের কাজ শুরু হয়েছিল, তখন চীনকে হাতে-খোঁড়া পদ্ধতির ওপর নির্ভর করতে হতো। কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তিতে লাগাতার উদ্ভাবনের ফলে দেশটি এখন এই শিল্পে বিশ্বের অগ্রগামী। চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্ট গ্রুপ গত আট বছর ধরে টানেল বোরিং মেশিন উৎপাদন ও বিক্রির দিক থেকে বিশ্বে প্রথম স্থান দখল করে রয়েছে। তাদের তৈরি মেশিনগুলো এ পর্যন্ত মোট ৫ হাজার কিলোমিটারেরও বেশি সুড়ঙ্গ খনন করেছে।

চীনের বিশাল এলাকা এবং বিভিন্ন ধরনের ভূতাত্ত্বিক গঠন সেখানকার নির্মাতাদের জন্য একটি স্বাভাবিক পরীক্ষামূলক ক্ষেত্র হিসেবে কাজ করেছে। এর ফলস্বরূপ, চীন এখন পর্যন্ত ৪ হাজারটিরও বেশি উন্নত সুড়ঙ্গ খননকারী মেশিন তৈরি করেছে, যা বিশ্বের মোট টিবিএম বাজারের প্রায় ৭০ শতাংশ। চীনের তৈরি টিবিএম মেশিন এখন ডেনমার্ক, ফ্রান্স, কানাডা, ব্রাজিল এবং অস্ট্রেলিয়াসহ ৩০টিরও বেশি দেশ ও অঞ্চলে রপ্তানি করা হচ্ছে।

সূত্র: সিএমজি বাংলা

May be an image of text

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *