সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে পৃথিবীকে বাঁচিয়ে রাখে ওজন স্তর। নানা প্রকারের গ্রিনহাউস গ্যাসের কারণে এই স্তর ক্ষতিগ্রস্ত হয়। এসব উপাদানকে বলে ওজন ডিপ্লিটিং সাবস্ট্যান্স বা ওডিএস। চীন এমন ৬ লাখ ২৮ হাজার টন ওডিএস নির্মূল করেছে, যা উন্নয়নশীল দেশগুলোর সম্মিলিত নির্মূলের অর্ধেকেরও বেশি। মঙ্গলবার বেইজিংয়ে আয়োজিত এক সম্মেলনে দেশটির পরিবেশ ও প্রতিবেশ বিষয়ক উপমন্ত্রী ইউ হুইওয়েন এ তথ্য জানান।

ওজোন স্তর সুরক্ষায় ভিয়েনা কনভেনশনের ৪০ বছর পূর্তি এবং আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত এই সম্মেলনে ইউ বলেন, গত চার দশক ধরে আন্তর্জাতিক সম্প্রদায় একযোগে কাজ করেছে। এতে ওজোন স্তরের পুনরুদ্ধার, সবুজ শিল্পায়ন এবং কার্বন কম নিঃসরণ করে উন্নয়ন হয়েছে।
চীন ১৯৯১ সালে মন্ট্রিয়ল প্রটোকল এবং ২০২১ সালে কিগালি সংশোধনীতে যোগ দেয়। এরপর থেকে দেশটি সিএফসির মতো গ্রিনহাউস গ্যাস নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে।
সম্মেলনে ওজোন সেক্রেটারিয়েটের নির্বাহী সচিব মেগুমি সেকি বলেন, বৈশ্বিক সহযোগিতার ফলে ইতোমধ্যে ৯৯ শতাংশ ওজোন ধ্বংসকারী পদার্থ নির্মূল হয়েছে এবং ওজোন স্তর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।
সূত্র: সিএমজি বাংলা




















