কক্ষপথে এখন পর্যন্ত ২৬৫টি বৈজ্ঞানিক ও প্রয়োগমূলক গবেষণা প্রকল্প বাস্তবায়ন করেছে চীনের মহাকাশ স্টেশন। সেইসঙ্গে গড়েছে একাধিক রেকর্ড গড়েছে। বৃহস্পতিবার চায়না ম্যানড স্পেস এজেন্সির (সিএমএসএ) বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রেকর্ডের মধ্যে রয়েছে—চীনের মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো স্তন্যপায়ী প্রাণীর ওপর পরীক্ষা, সাব-ম্যাগনেটিক ও মাইক্রোগ্র্যাভিটি পরিবেশে বিশ্বের প্রথম জৈব গবেষণা এবং একক মিশনে সবচেয়ে দীর্ঘ সময়ের স্পেসওয়াক।
২০২৫ সালে কেবল নতুন করে যুক্ত হওয়া ৮৬টি গবেষণা প্রকল্প থেকেই ১৫০ টেরাবাইটের বেশি বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা হয়েছে। এ সময় ১ হাজার ১৭৯ কেজি বৈজ্ঞানিক উপকরণ মহাকাশে পাঠানো হয় এবং ১০৫ কেজি নমুনা পৃথিবীতে ফিরিয়ে আনা হয়।
কক্ষপথে পরিচালিত গবেষণায় জানা গেছে মস্তিষ্কের ভেতরের চাপ নির্ণয়ের একটি নতুন নন-ইনভেসিভ প্রযুক্তি, রিফ্র্যাক্টরি অ্যালয়ের কঠিনীকরণ প্রক্রিয়া নিয়ে নতুন ধারণা এবং মহাকাশে পাইপলাইন পরিদর্শনে রোবটের প্রথম পরীক্ষা।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত নভেম্বরে চীনের মহাকাশ স্টেশন কর্মসূচিতে প্রথমবারের মতো একটি বিকল্প রিটার্ন পদ্ধতিও সফলভাবে সম্পন্ন হয়।




















