Monday, December 23
Shadow

চীনের তৈরি হাইস্পিড ট্রেন উদ্বোধন করল সার্বিয়া

চীনের তৈরি একটি নতুন উচ্চগতির ট্রেন উন্মোচিত হলো সার্বিয়ায়। শুক্রবার বেলগ্রেডে ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিক।

আড়াইশ আসনের ট্রেনটি চলবে ঘণ্টায় ২০০ কিলোমিটার গতিতে। এতে আছে ইন্টেলিজেন্ট ডায়াগনস্টিকস, রক্ষণাবেক্ষণ ও স্বয়ংক্রিয় টিকিট বিক্রির ব্যবস্থা।

china high-speed train Serbia

জেমুন ট্রেন স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে ভুসিক জানান, বেলগ্রেড-বুদাপেস্ট রেলওয়েতে যাত্রী পরিবহনের জন্য চায়না রেলওয়ে রোলিং স্টক কর্পোরেশনকে পাঁচটি ট্রেনের অর্ডার দিয়েছে সার্বিয়া।

৩৫০ কিলোমিটার দীর্ঘ বেলগ্রেড-বুদাপেস্ট রেলপথটি কয়েকটি চীনা কোম্পানির একটি কনসোর্টিয়াম নির্মাণ করছে। এটি ইউরোপে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অন্যতম প্রধান প্রকল্প।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!