চীনে অপরাধ শতাব্দীর সর্বনিম্ন পর্যায়ে - Mati News
Saturday, January 10

চীনে অপরাধ শতাব্দীর সর্বনিম্ন পর্যায়ে

জানুয়ারি ৯, সিএমজি বাংলা ডেস্ক: গত বছর চীনে অপরাধের হার নেমে এসেছে শতাব্দীর সর্বনিম্ন পর্যায়ে।

চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে পুলিশের নথিভুক্ত ফৌজদারি মামলার সংখ্যা আগের বছরের তুলনায় কমেছে ১২ দশমিক ৮ শতাংশ। সহিংস গুরুতর অপরাধ কমেছে ৪ দশমিক ৭ শতাংশ। অপহরণের হার কমেছে ৪০ শতাংশেরও বেশি। চুরি, ডাকাতি ও প্রতারণার মতো অপরাধেও দেখা গেছে ২১ শতাংশের বেশি পতন।

জাতীয় পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সাল থেকে টানা পাঁচ বছর জনগণের নিরাপত্তাবোধ ৯৮ শতাংশের ওপরে রয়েছে, যা বিশ্বে অন্যতম সর্বনিম্ন অপরাধহারের দেশ হিসেবে চীনকে প্রতিষ্ঠিত করেছে।

বিশেষ করে টেলিকম ও অনলাইন প্রতারণার বিরুদ্ধে কঠোর অভিযানে বড় সাফল্য এসেছে। এক বছরে ২ লাখ ৫৮ হাজার মামলা উদ্ঘাটন, প্রতারণা চক্রের ৫৪২ জন মূল হোতা গ্রেপ্তার, ৩৬০ কোটি ভুয়া কল ও ৩৩০ কোটি প্রতারণামূলক বার্তা প্রতিহত করা হয়েছে। সম্ভাব্য ভুক্তভোগীদের সঙ্গে পুলিশ সরাসরি কথা বলেছে প্রায় ৬৭ লাখ বার।

সীমান্ত পেরিয়ে অপরাধ দমনে আন্তর্জাতিক সহযোগিতাও জোরদার হয়েছে। মিয়ানমার, থাইল্যান্ড ও কম্বোডিয়া থেকে হাজারো সন্দেহভাজনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। চীনের অবস্থান স্পষ্ট—আইনের হাত দীর্ঘ, আর অপরাধীদের শেষ পর্যন্ত বিচারের মুখোমুখি হতেই হবে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *