চীন এখনও বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির সবচেয়ে স্থিতিশীল ও গতিশীল উৎস—মঙ্গলবার এমন মন্তব্য করেছেন এক শীর্ষ অর্থনীতিবিদ।
চীনের ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশনের অধীনস্থ অ্যাকাডেমি অব ম্যাক্রোইকনমিক রিসার্চের অর্থনীতিবিদ লিউ শুয়েইয়ান জানান, চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে চীনের মোট দেশজ উৎপাদন (জিডিপি) আগের বছরের তুলনায় ৫.২ শতাংশ বেড়েছে, যা অন্যান্য বড় অর্থনীতির তুলনায় অনেক বেশি।
সরকারি তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে চীনের জিডিপি দাঁড়িয়েছে ১০১.৫ ট্রিলিয়ন ইউয়ানে। শুধু তৃতীয় প্রান্তিকেই দেশটির অর্থনৈতিক উৎপাদন ছিল ৩৫.৫ ট্রিলিয়ন ইউয়ান, যা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির ২০২৪ সালের পুরো বছরের সম্ভাব্য জিডিপিকেও ছাড়িয়ে গেছে।
সূত্র: সিএমজি




















