চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি) ও কিউবার কমিউনিস্ট পার্টি (পিসিসি) বেইজিংয়ে বৃহস্পতিবার সপ্তম তত্ত্ব-সেমিনার আয়োজন করেছে। এ বছরের সেমিনারের মূল আলোচ্য ছিল—বৈজ্ঞানিক উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে সমাজতান্ত্রিক আধুনিকায়ন এগিয়ে নেওয়ার অভিজ্ঞতা ও প্রয়োগ।
সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও প্রচার বিভাগের প্রধান লি শুলেই এবং পিসিসি কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও আর্টেমিসা প্রাদেশিক পার্টির ফার্স্ট সেক্রেটারি গ্লাদিস মার্টিনেস ভের্দেসিয়া অনুষ্ঠানে মূল বক্তব্য দেন।
লি শুলেই বলেন, এ বছর চীন–কিউবার কূটনৈতিক সম্পর্কের ৬৫ বছর। দুই দেশের শীর্ষ নেতৃত্ব এ উপলক্ষে বার্তা বিনিময় করেছেন এবং চলতি বছর দু’বার বৈঠক করেছেন।
তিনি উল্লেখ করেন, সিপিসির সাম্প্রতিক চতুর্থ প্লেনারি অধিবেশন ২০২৬–২০৩০ সময়কালের উন্নয়ন রূপরেখা চূড়ান্ত হয়েছে। ধারাবাহিক পাঁচ–বছর মেয়াদি পরিকল্পনার মাধ্যমে চীন জাতীয় সক্ষমতা বৃদ্ধি ও জনগণের জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
চীনের উন্নয়নকে ‘নতুন যুগের গুরুত্বপূর্ণ সাফল্য’ হিসেবে উল্লেখ করে ভের্দেসিয়া বলেন, কিউবা পার্টি ও রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বিনিময়ে চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।
সূত্র: সিএমজি



















