চীন বিষয়ক প্রতিবেদনের জন্য প্রথমবার বাংলাদেশে ‘গোল্ডেন সিল্ক রোড অ্যাওয়ার্ডস’ - Mati News
Friday, December 5

চীন বিষয়ক প্রতিবেদনের জন্য প্রথমবার বাংলাদেশে ‘গোল্ডেন সিল্ক রোড অ্যাওয়ার্ডস’

বাংলাদেশি সাংবাদিকদের জন্য এক নতুন দিগন্ত খুলে যাচ্ছে। চীন নিয়ে প্রকাশিত প্রতিবেদনকে স্বীকৃতি ও পুরস্কৃত করতে প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজন করা হচ্ছে “গোল্ডেন সিল্ক রোড অ্যাওয়ার্ডস”

🗓️ সময়সীমা: ১ নভেম্বর ২০২৪ থেকে ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও কনটেন্ট এই প্রতিযোগিতায় গ্রহণ করা হবে।

🎯 উদ্দেশ্য:

  • চীন নিয়ে বস্তুনিষ্ঠ, বিস্তৃত ও গভীর প্রতিবেদন উৎসাহিত করা
  • বাংলাদেশের মানুষের মাঝে চীন সম্পর্কে ধারণা সমৃদ্ধ করা
  • দুই দেশের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করা

আয়োজক ও সহযোগী প্রতিষ্ঠান

এই প্রতিযোগিতা আয়োজন করছে বাংলাদেশ চায়না-আপন মিডিয়া ক্লাব। সঙ্গে রয়েছে—
জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ডিক্যাব, ইআরএফ, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সিনে-জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) ও অনলাইন এডিটরস অ্যালায়েন্স।

ঢাকাস্থ চীনা দূতাবাসের তত্ত্বাবধানে সহ-আয়োজক হিসেবে থাকছে—
চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ, ওভারসিজ চায়নিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ এবং আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার।

সম্প্রতি সিএমজি বাংলার ঢাকা অফিসে আয়োজকদের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) সই হয়। এতে জাতীয় প্রেসক্লাবের প্রেসিডেন্ট হাসান হাফিজসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিএমজি বাংলার পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দী।


পুরস্কারের বিভাগ ও সম্মাননা

প্রতিযোগিতায় থাকছে ৫টি বিভাগ:

  1. সাধারণ সংবাদ
  2. অর্থনীতি ও প্রযুক্তি
  3. সংস্কৃতি ও খেলাধুলা
  4. ভিজ্যুয়াল রিপোর্টিং
  5. মিডিয়া ইনোভেশন

🏆 পুরস্কার:

  • ১ম পুরস্কার: নগদ ১,০০,০০০ টাকা ও সনদ
  • ২য় পুরস্কার: দু’জন বিজয়ীকে ৫০,০০০ টাকা ও সনদ
  • ৩য় পুরস্কার: তিনজন বিজয়ীকে ৩০,০০০ টাকা ও সনদ

কারা অংশ নিতে পারবেন?

✔️ দেশের সব গণমাধ্যম প্রতিষ্ঠান
✔️ কর্মরত সাংবাদিক, ক্যামেরাম্যান ও প্রযোজক
✔️ ব্যক্তি বা দলীয় এন্ট্রি (দলীয় এন্ট্রিতে সর্বোচ্চ ৫ জন)


জমাদানের নিয়ম

  • যৌথ আয়োজক সংগঠনের সদস্যরা নিজ নিজ সংগঠনের মাধ্যমে প্রতিবেদন জমা দেবেন।
  • অন্যান্য সাংবাদিকরা সরাসরি পাঠাতে পারবেন: secretariat@aponmc.com

বিস্তারিত ও সাবমিশন গাইডলাইটটি পেতে ক্লিক করুন এখানে

এই লিংকে আবেদন ফরমটিও পাওয়া যাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *