দায় এড়ানো যাবে না, জাপানকে সরাসরি সতর্ক করল চীন - Mati News
Wednesday, January 14

দায় এড়ানো যাবে না, জাপানকে সরাসরি সতর্ক করল চীন

ডিসেম্বর ১, সিএমজি বাংলা ডেস্ক: জাপানকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার, অতীত নিয়ে গভীরভাবে ভাবার এবং চীনের উত্থাপিত দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানিয়েছে চীন। সোমবার এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান।

লিন বলেন, জাপান সম্প্রতি যে ভুল মন্তব্য করেছে, তা সৎভাবে প্রত্যাহার করতে হবে। পাশাপাশি কথার বদলে বাস্তব পদক্ষেপের মাধ্যমে চীনের প্রতি দেয়া রাজনৈতিক প্রতিশ্রুতি সম্মান করতে হবে।

তিনি আরও স্পষ্ট করে বলেন, এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে জাপান যদি মনে করে যে শুধু কথা বলে বা দায় এড়িয়ে যেতে পারবে তাহলে তা ভুল ধারণা।

China urges Japan to retract erroneous remarks, stop fobbing off

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *