নতুন বছরে বিদ্যুৎ গ্রিড প্রকল্পের গতি বাড়িয়েছে চীন - Mati News
Friday, December 5

নতুন বছরে বিদ্যুৎ গ্রিড প্রকল্পের গতি বাড়িয়েছে চীন

নতুন বছরের শুরু থেকেই দেশের বিদ্যুৎ গ্রিড প্রকল্পগুলোর গতি বাড়িয়েছে চীন, যা দেশের অবকাঠামো উন্নয়ন ও মানুষের চাহিদা পূরণের লক্ষ্যে কাজ করছে।

বেইজিংয়ের তোংছেং জেলায় শীতল আবহাওয়া সত্ত্বেও শ্রমিকরা এখন গভীর রাতে ওভারহেড বিদ্যুৎ লাইনগুলোকে মাটির নিচে স্থানান্তরের কাজে ব্যস্ত। ছয় টন ওজনের ট্রান্সফর্মার তোলার জন্য ক্রেন ব্যবহার করছেন তারা।

উত্তর-পূর্ব চীনের বৃহত্তম প্রকল্প লিয়াওনিং প্রদেশের ছিংইউয়ান কাউন্টির ছিংইউয়ান পাম্পড স্টোরেজ পাওয়ার স্টেশন। সম্প্রতি স্টেশনটি আনুষ্ঠানিকভাবে চালুর আগে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করতে দেখা গেছে এখানকার কর্মীদের। স্টেশনের শেষ বিদ্যুৎ ইউনিটটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

১৫ জানুয়ারি পরীক্ষামূলক কার্যক্রমের পর স্টেশনটি পুরোদমে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে বলে জানিয়েছেন স্টেশনের অপারেশন পরিচালক ছিন চিয়ান।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *