ডিসেম্বর ১, সিএমজি বাংলা ডেস্ক: নতুন রেকর্ড গড়ে সফলভাবে শেষ হয়েছে দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের চুহাই শহরে অনুষ্ঠিত এরো এশিয়া২০২৫ আন্তর্জাতিক বিমান চলাচল প্রদর্শনী। রোববার শেষ হওয়া এবারের প্রদর্শনীটি প্রতিষ্ঠান এবং দর্শনার্থীর অংশগ্রহণের ক্ষেত্রে নতুন রেকর্ড স্থাপন করে আবারও এশিয়ার প্রধান সাধারণ বিমান চলাচল প্রদর্শনী হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করলো।
‘এ নিউ এরা: এক্সপ্লোর মোর’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এই দ্বিবার্ষিক এক্সপোতে ২২টি দেশ ও অঞ্চল থেকে ৩৮০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেয়। চালকবিহীন উড়োজাহাজ প্রযুক্তি, স্মার্ট সিস্টেম এবং পরিবেশবান্ধব নিম্ন-কার্বন সমাধানগুলো ছিল এবারের প্রদর্শনীতে সবার মনোযোগের কেন্দ্রবিন্দু।
চারদিনব্যাপী এই প্রদর্শনীতে মোট ৭৫ হাজার দর্শনার্থী অংশ নেয়। ৬০ হাজার বর্গমিটার প্রদর্শনী এলাকায় প্রদর্শন করা হয়েছিল ১৭৪টি বিমান, যা এই আয়োজনকে এখন পর্যন্ত সবচেয়ে বড় করে তুলেছে।
দর্শকদের সবচেয়ে বেশি আকর্ষণ করেছে মনোমুগ্ধ আকাশ প্রদর্শনী, বিশেষ করে দক্ষিণ আফ্রিকার এরো অ্যারোবেটিক দল এবং চীনের হোংসিং দলের যৌথ পারফরম্যান্স।
সূত্র: সিএমজি




















