পরমাণু স্তরের উৎপাদন শিল্পের উন্নয়ন দ্রুততর করছে চীন। প্রযুক্তি ও শিল্প উদ্ভাবনের সমন্বয়ে এটি সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দক্ষিণ-পশ্চিম চীনের চোংছিং শহরে অনুষ্ঠিত ২০২৪ ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং ফোরাম-এ এমন ঘোষণা আসে।
চার দিনের এই ফোরাম সোমবার শুরু হয়। এতে বুদ্ধিমান, পরিবেশবান্ধব এবং সমন্বিত যন্ত্রপাতির উন্নয়ন নিয়ে আলোচনা হয়। সরকারি কর্মকর্তা, শিল্প বিশেষজ্ঞ, আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধি এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো এতে অংশ নেয়।
চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তা মাও জুনফেং জানান, চীন পরমাণু স্তরের উৎপাদন, কোয়ান্টাম প্রযুক্তি এবং পরিবেশবান্ধব হাইড্রোজেন শিল্পে কৌশলগত অগ্রগতি করছে।
পরমাণু স্তরের উৎপাদন বলতে এখানে পরমাণুর মতো ক্ষুদ্র স্তরে প্রক্রিয়াকরণ, যা নির্দিষ্ট কাঠামোগত বৈশিষ্ট্যসহ ডিভাইস এবং পণ্য তৈরির জন্য ব্যবহৃত হবে। এটাকে বলা হচ্ছে ভবিষ্যতের উৎপাদন প্রযুক্তি।
মাও বলেন, ‘পরমাণু স্তরের উৎপাদন এখন তাত্ত্বিক উদ্ভাবন থেকে শিল্পায়নের দিকে অগ্রসর হচ্ছে।’
ভবিষ্যতে এ মন্ত্রণালয় বড় জাতীয় প্রকল্প চালু করবে এবং উৎপাদনের উন্নয়নে নির্দেশিকা প্রকাশ করবে। এ ছাড়া উচ্চ-প্রযুক্তি, মহাকাশ এবং নতুন উপকরণের মতো খাতে পরমাণু স্তরের গবেষণার প্রয়োগ বাড়ানো হবে।
সূত্র: সিএমজি বাংলা