পেরোভস্কাইট সৌরকোষে ৩০ শতাংশ দক্ষতার রেকর্ড চীনের - Mati News
Friday, December 5

পেরোভস্কাইট সৌরকোষে ৩০ শতাংশ দক্ষতার রেকর্ড চীনের

প্রথমবারের মতো পেরোভস্কাইট সৌর কোষের দক্ষতা ৩০ শতাংশ ছাড়াতে সক্ষম হয়েছে চীনের একটি যৌথ গবেষণা দল। এ আবিষ্কারকে সৌরশক্তি প্রযুক্তিতে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

গবেষণার নেতৃত্ব দিয়েছেন নানচিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থান হাইরেন এবং ন্যাশনাল সায়েন্সেস ইনস্টিটিউট অব ইনোভেশনের অধ্যাপক ছাং ছাও। গবেষণার ফল নেচার জার্নালের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

পেরোভস্কাইট সৌরকোষের কার্যকারিতা বাড়ানো কঠিন ছিল, কারণ কোষের ভেতরে চার্জ কীভাবে প্রবাহিত হচ্ছে তা কোষের ক্ষতি না করে পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছিল না।

এ সমস্যার সমাধানে গবেষকরা টেরাহার্টজ নন-ডেস্ট্রাকটিভ স্ক্যানিং পদ্ধতি ব্যবহার করেন, যা কোষের কাজ বন্ধ না করেই চার্জের চলাচল রিয়েল-টাইমে দেখায়।

এতে দেখা যায়, কোষের একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থলে প্রচুর শক্তি নষ্ট হচ্ছিল। এ সমস্যা দূর করতে অধ্যাপক থান একটি বিশেষ ‘ডাইপোলার প্যাসিভেশন স্তর’ তৈরি করেন, যা একমুখী রাস্তার মতো চার্জকে সঠিক পথে চালিত করে এবং শক্তির অপচয় কমায়। এই প্রযুক্তিতে—চার্জ চলাচলের দক্ষতা বেড়েছে ৬৮ শতাংশের বেশি। সেইসঙ্গে চার্জ আরও দূর পর্যন্ত যেতে সক্ষম হয়েছে এবং এতে সৌরকোষটির দক্ষতা বেড়ে দাঁড়িয়েছে ৩০ দশমিক ১ শতাংশে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *