প্রথম এশিয়ান চলচ্চিত্র হিসেবে বিশ্ব বক্স অফিসের শীর্ষ ৩৫-এ চীনের ‘ন্য জা ২’ - Mati News
Friday, December 5

প্রথম এশিয়ান চলচ্চিত্র হিসেবে বিশ্ব বক্স অফিসের শীর্ষ ৩৫-এ চীনের ‘ন্য জা ২’

প্রথম এশিয়ান চলচ্চিত্র হিসেবে বিশ্ব বক্স অফিস তালিকার শীর্ষ ৩৫-এ উঠেছে চীনের অ্যানিমেটেড চলচ্চিত্র ‘ন্য জা-২’। একটি অনলাইন প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, চলচ্চিত্রটি ইতোমধ্যেই চীনের বক্স অফিসে একাধিক রেকর্ড ভেঙেছে এবং বিশ্বব্যাপী দর্শকদের মন জয় করে নিয়েছে। চীনের টিকিটিং প্ল্যাটফর্ম বিকনের তথ্যানুসারে, ‘ন্য জা ২’ ২০১৯ সালের হিট সিনেমা ‘ন্য জা’র সিক্যুয়াল। এতে দেখা যায় এক পৌরাণিক বালককে, যার রয়েছে জাদুকরী ক্ষমতা এবং ব্যতিক্রমী মার্শাল আর্ট দক্ষতা। রোববার রাত ৯টা পর্যন্ত সিনেমাটি ৮০৮ কোটি ৫০ লাখ ইউয়ান আয় করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *