সম্প্রতি ভয়াবহ বন্যার কবলে পড়ে আশ্রয়হীন হয়ে পড়ে ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ বাংলাদেশের কয়েক জেলার মানুষ। গৃহহীন এসব মানুষের পাশে দাঁড়িয়েছে চীনা কোম্পানি হুয়াওয়েই। সম্প্রতি ফেনী জেলার পশুরাম থানার কয়েকটি পরিবারকে নতুন ঘর তৈরি করে দিয়েছে হুয়াওয়েই বাংলাদেশ।
দীর্ঘদিন ধরে আশ্রহীন হয়ে কষ্টে দিন কাটাচ্ছিল পরিবারগুলো। নতুন ঘর পাওয়ায় তারা এখন নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছে।
নতুন ঘর পাওয়া ব্যক্তি তাহের পশুরামে একটি মাদ্রাসায় রান্নার কাজ করেন। বন্যার সময় তিনি মাদ্রাসায় কাজে থাকায় জানতেও পারেননি তার ঘর ভেসে গেছে। পরিবারকে উদ্ধার করে এক প্রতিবেশীর বাড়িতে নিয়ে রাখেন প্রায় ১০দিন।
ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। এই মানবতাবাদী কাজের জন্য চীনা কোম্পানিটিকে ধন্যবাদ জানিয়েছেন তাহের।
হুয়াওয়েইর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা দুর্যোগ কবলিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রাখবে।
স্থানীয় প্রশাসনও তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। তাদের মতে, এই ধরনের সহযোগিতা দুর্যোগ মোকাবিলায় একটি অনুপ্রেরণা।
সূত্র: সিএমজি