বরফ ভেঙে অ্যান্টার্কটিকার পথে চীনের ‘সুয়েলং–২’ - Mati News
Friday, December 5

বরফ ভেঙে অ্যান্টার্কটিকার পথে চীনের ‘সুয়েলং–২’

চীনের ৪২তম অ্যান্টার্কটিক অভিযানের গুরুত্বপূর্ণ ধাপ সফলভাবে সম্পন্ন করেছে দেশটির অত্যাধুনিক আইসব্রেকার গবেষণা জাহাজ ‘সুয়েলং–২’। জাহাজটি এরইমধ্যে দক্ষিণ মেরুর চংশান স্টেশনের নিকটবর্তী জলসীমায় পৌঁছে বরফ ভাঙার কাজ শুরু করেছে।

১৯ মাসব্যাপী এই দীর্ঘ বৈজ্ঞানিক অভিযানের মূল লক্ষ্য মেরু অঞ্চলে পরিবেশ, জলবায়ু, বাস্তুতন্ত্র এবং প্রযুক্তি–সংক্রান্ত গবেষণাকে আরও এগিয়ে নেওয়া, পাশাপাশি আন্তর্জাতিক বৈজ্ঞানিক সহযোগিতা জোরদার করা।

অস্ট্রেলিয়ার হোবার্ট বন্দরে প্রয়োজনীয় রসদ সংগ্রহের পর ‘সুয়েলং–২’ শক্তিশালী পশ্চিমা বায়ুপ্রবাহ অঞ্চল অতিক্রম করে চংশান স্টেশনের পথে রওনা দেয়। পরিকল্পনা অনুযায়ী, এটি ১ ডিসেম্বর স্টেশন থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের জলসীমায় পৌঁছাবে।

চীনা অভিযানের নেতা উই ফুহাই জানান, দুই আইসব্রেকার ‘সুয়েলং’ ও ‘সুয়েলং–২’মিলে এবারের অভিযানে চংশান স্টেশনের জন্য প্রায় ২ হাজার টন সরঞ্জাম, জ্বালানি ও প্রয়োজনীয় রসদ বহন করছে।

দুই জাহাজের সহায়তায় এ অভিযানে একাধিক বহুশাস্ত্রীয় বৈজ্ঞানিক জরিপ পরিচালিত হবে। জলবায়ু পরিবর্তন, ভূপ্রকৃতি, জীববৈচিত্র্য, সমুদ্রবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে গবেষণার পাশাপাশি মেরুর কঠোর পরিবেশে চীনে তৈরি নতুন প্রযুক্তি ও যন্ত্রপাতির পরীক্ষা–নিরীক্ষাও করা হবে।

চীনের এই অ্যান্টার্কটিক দলটি গত ১ নভেম্বর শাংহাই থেকে যাত্রা শুরু করে। ১৯ মাসের এই মিশন শেষে ২০২৬ সালের মে মাসে ‘সুয়েলং’ ও ‘সুয়েলং–২’ দু’টি জাহাজই দেশে ফিরবে।

সূত্র: সিএমজি

Expert: Ship was blind when it struck iceberg - Chinadaily.com.cn

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *