চীনের রাষ্ট্রীয় নির্মাণ সংস্থা চায়না রেলওয়ে ২০তম ব্যুরো গ্রুপ কর্পোরেশন (সিআর২০জি) জানিয়েছে, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ও অন্যান্য উন্নয়নশীল অর্থনীতির বাজারে ২০২৫ সালে বিনিয়োগ আরও জোরদার করা হবে।
সংস্থাটি ক্যামেরুন, মোজাম্বিক, আলজেরিয়া ও মধ্য এশিয়ার দেশগুলোতে অবকাঠামো উন্নয়ন, প্রকল্প বাস্তবায়ন দক্ষতা বৃদ্ধি এবং স্থানীয় অংশীদারদের সঙ্গে সহযোগিতা আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে। তারা উন্নত নির্মাণ প্রযুক্তি, পরিবেশবান্ধব নকশা ও ডিজিটাল সমাধান ব্যবহার করে দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করতে চায়।
সম্প্রতি, সিআর২০জি ক্যামেরুনের ৬০ কিলোমিটার দীর্ঘ এনটুয়ি-মানকিম মহাসড়ক প্রকল্প সম্পন্ন করেছে। এই প্রকল্পের আওতায় আরও ৮৯ কিলোমিটার গ্রামীণ সড়ক নির্মাণ করা হয়েছে।
২০২১-২০২৪ সালের মধ্যে ৯০০ কর্মসংস্থান সৃষ্টি করেছে সংস্থাটি, যা বর্তমানে ৮০০ দীর্ঘমেয়াদি চাকরির সুযোগ তৈরি করেছে। ২০২৪ সালে চীনের অ-আর্থিক সরাসরি বিদেশি বিনিয়োগ ১৪৩.৮৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
সূত্র: সিএমজি বাংলা