বিডা, বেজা এবং বেপজার কর্মকর্তাদের জন্য চীনা ভাষা কোর্সের উদ্বোধন - Mati News
Wednesday, January 28

বিডা, বেজা এবং বেপজার কর্মকর্তাদের জন্য চীনা ভাষা কোর্সের উদ্বোধন

রওজায়ে জাবিদা ঐশী

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)-এর কর্মকর্তাদের জন্য আয়োজিত চীনা ভাষা কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে রাজধানী ঢাকার বিডা কার্যালয়ের একটি সম্মেলন কক্ষে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব ও নির্বাহী সদস্য মো. হুমায়ুন কবির, বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওফেং, নর্থ সাউথ ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুল রব খান, নর্থ সাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউটের বাংলাদেশি পরিচালক অধ্যাপক ড. বুলবুল আশরাফ সিদ্দিকী, চীনা পরিচালক মা শিয়াও ইয়ানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মো. হুমায়ুন কবির বলেন, ‘কোর্সটি পেশাগত প্রয়োজন অনুযায়ী বিশেষভাবে তৈরি করা হয়েছে। এতে সরকারি ও আনুষ্ঠানিক পরিবেশে যোগাযোগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে, যাতে চীনা অংশীদারদের সঙ্গে কার্যকর যোগাযোগ সহজ হয় এবং আস্থার ভিত্তি আরও সুদৃঢ় হয়। আমরা আশা করি, অংশগ্রহণকারীরা এই কোর্স থেকে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করবেন এবং তা তাদের কর্মক্ষেত্রে সফলভাবে প্রয়োগ করতে পারবেন।’

চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওফেং বলেন, ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ছে। এ প্রেক্ষাপটে চীনা ভাষায় দক্ষ ও চীনা সংস্কৃতি সম্পর্কে ধারণাসম্পন্ন বাংলাদেশি কর্মকর্তারা দুই দেশের অর্থনৈতিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।’

বিডার ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ‘বাংলাদেশে চীনা বিনিয়োগ আকর্ষণ, প্রযুক্তি হস্তান্তর, শিল্প সহযোগিতা এবং নীতিগত সমন্বয়ে বিডা একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছে। এই ভাষা কোর্স বিডার দূরদর্শী উদ্যোগের বাস্তব উদাহরণ।’

উদ্বোধনী অনুষ্ঠানের পরে কোর্সের প্রথম ক্লাসের আয়োজন করা হয়। এই কোর্সে বিডার ৩০ জন, বেপজার ৪ জন এবং বেজার ৪জন কর্মকর্তা অংশ নিচ্ছেন। এই কোর্সের প্রশিক্ষণ ও এই সংক্রান্ত সার্বিক সহযোগিতায় কাজ করছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট।

সূত্র: সিএমজি

D:\ASSINMENT 2026\BIDA NSU\WhatsApp Image 2026-01-26 at 5.45.37 PM.jpeg

D:\ASSINMENT 2026\BIDA NSU\WhatsApp Image 2026-01-26 at 5.45.36 PM.jpeg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *