Monday, December 23
Shadow

বিদ্যুৎচালিত গাড়ির জন্য চীনে হোন্ডার কারখানা

২০৩৫ সাল নাগাদ চীনে হোন্ডার বিক্রি করা সব ধরনের যানবাহন হবে বিদ্যুৎচালিত বা ইভি। এ পরিকল্পনা সামনে রেখে সম্প্রতি দেশটির হুবেই প্রদেশের উহানে চালু করা হলো নতুন কারখানা।

এটিই চীনে হোন্ডার প্রথম কারখানা যা পুরোপুরি ইভি-কেন্দ্রিক।এ কারখানাটি পরিচালনা করছে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন তংফং মোটরের যৌথ উদ্যোগ তংফং হোন্ডা। এতে নির্মাণে খরচ হয়েছে ৫৬ কোটি ৬০ লাখ ডলার। এর বার্ষিক উৎপাদন ক্ষমতা ১ লাখ ২০ হাজার ইউনিট। কারখানাটির লাইনআপের শুরুতে রয়েছে লিংক্সি এল মডেলের গাড়ি।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!