বিশ্বব্যাপী বাণিজ্য সংযোগ শক্তিশালী করতে নতুন রুট চালু - Mati News
Saturday, December 13

বিশ্বব্যাপী বাণিজ্য সংযোগ শক্তিশালী করতে নতুন রুট চালু

চলতি বছরের শুরুর দিকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ভূমধ্যসাগরে দুটি নতুন শিপিং রুট চালু করেছে চীনের ছিংতাও বন্দর কর্তৃপক্ষ। এই পদক্ষেপের মাধ্যমে বন্দরটির আন্তর্জাতিক কনটেইনার নেটওয়ার্ক আরও বিস্তৃত হলো।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই নতুন রুটগুলো ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের অংশ। এই রুটগুলোর মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ভূমধ্যসাগরের দেশগুলোর সঙ্গে বাণিজ্য আরও সহজ হবে। এটি চীনের অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ‘বেল্ট অ্যান্ড রোড’ চীনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যার মাধ্যমে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার দেশগুলোকে চীনের সঙ্গে বাণিজ্যে যুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের অধীনে বিভিন্ন অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, যার মধ্যে রয়েছে সমুদ্রবন্দর, রেলপথ এবং সড়ক নির্মাণ।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *