মহাকাশে এআই কম্পিউটিং দৌড়ে এগিয়ে চীন - Mati News
Thursday, December 25

মহাকাশে এআই কম্পিউটিং দৌড়ে এগিয়ে চীন

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন মহাকাশে এআই কম্পিউটিং সক্ষমতা গড়ে তোলার দৌড়ে এগিয়ে চলছে। রিমোট-সেন্সিং স্যাটেলাইটে ইন-অরবিট এআই বিশ্লেষণের মাধ্যমে এখন সরাসরি মহাকাশেই তথ্য প্রক্রিয়াকরণ সম্ভব হচ্ছে।

চীনের চোংখ্য থিয়ানসুয়ান প্রতিষ্ঠানটি ইতোমধ্যে মহাকাশ কম্পিউটিংয়ে এক হাজার দিনের বেশি সফল কার্যক্রম চালিয়েছে। তাদের অরোরা-১০০০ কম্পিউটারটি কাজ করছে চিলিন-১ স্যাটেলাইটে। নিজস্ব প্রযুক্তির জিপিইউ-সমৃদ্ধ অরোরা-১০০০ আগামী বছর কক্ষপথে পরীক্ষা করা হবে। এর লক্ষ্য হলো আর্থ অরবিটে একটি স্পেস সুপারকম্পিউটার গড়ে তোলা।

বেইজিং কর্তৃপক্ষ ৭০০–৮০০ কিলোমিটার উচ্চতায় একটি বড় স্পেস ডেটা সেন্টার গড়ার পরিকল্পনাও প্রকাশ করেছে সম্প্রতি। এর প্রথম টেক-ডেমো স্যাটেলাইট ছেনকুয়াং-১ ২০২৫ সালের শেষ বা ২০২৬ সালের শুরুতে উৎক্ষেপণ করা হবে। ২০৩৫ সালের মধ্যে মেগাওয়াট-স্কেলের অরবিটাল ডেটা সেন্টার গড়ে তোলার লক্ষ্যও রয়েছে চীনের।

চেচিয়াং ল্যাবরেটরি ইতোমধ্যে ‘থ্রি-বডি’ নামের ১২ স্যাটেলাইটের একটি ছোট কম্পিউটিং বহর স্থাপন করেছে, যেখানে রয়েছে ৮০০ কোটি প্যারামিটারের এআই মডেল। ভবিষ্যতে সহস্রাধিক স্যাটেলাইটে প্রতি সেকেন্ডে ১০০ কুইন্টিলিয়ন অপারেশন প্রক্রিয়াকরণের লক্ষ্য রয়েছে এ প্রকল্পের।

এক্ষেত্রে চীন উচ্চগতির ইন্টার-স্যাটেলাইট লেজার লিংক পরীক্ষা চালাচ্ছে। লেজার স্টারকম ইতোমধ্যে ৪০০ গিগাবিট পার সেকেন্ড লেজার লিংক সফলভাবে চালিয়েছে। মহাকাশের রেডিয়েশন, তাপ নিয়ন্ত্রণ ও সিস্টেম ক্র্যাশের ঝুঁকি মোকাবিলায় কোম্পানিগুলো ব্যবহার করছে রিডানড্যান্ট ডিজাইন, এরর করেকশন এবং ফ্লুইড-লুপ কুলিং প্রযুক্তি।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *