মানবপাচার ও অনলাইন প্রতারণা দমনে চীন-থাইল্যান্ডের যৌথ প্রতিশ্রুতি - Mati News
Sunday, December 14

মানবপাচার ও অনলাইন প্রতারণা দমনে চীন-থাইল্যান্ডের যৌথ প্রতিশ্রুতি

মানবপাচার, অনলাইন প্রতারণা, মাদক ও অর্থপাচার রোধে সহযোগিতা জোরদারের অঙ্গীকার করেছে চীন ও থাইল্যান্ড। শনিবার দুই দেশের যৌথ বিবৃতিতে এ প্রতিশ্রুতি দেওয়া হয়।

সাম্প্রতিক বছরগুলোতে মিয়ানমার, কম্বোডিয়া ও থাইল্যান্ডসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে অনলাইন প্রতারণার ঘটনা ব্যাপক হারে বেড়েছে। এসব প্রতারণা চক্র উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে মানুষকে গোপন ক্যাম্পে নিয়ে যায়, যেখানে অপরাধী গোষ্ঠীগুলো তাদের জোরপূর্বক প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করতে বাধ্য করে। এতে চীনের নাগরিকসহ বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এ পরিস্থিতি মোকাবিলায় চীন ও থাইল্যান্ড দ্রুত কার্যকর সমন্বয় ব্যবস্থা গড়ে তুলতে আলোচনা চালিয়ে যাওয়া এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে লানছাং-মেখং অঞ্চলের দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।

যৌথ বিবৃতিতে, দুই দেশ সামরিক বিনিময়, যৌথ প্রশিক্ষণ, প্রতিরক্ষা শিল্প সহযোগিতা, সক্ষমতা উন্নয়ন এবং প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

চীন-থাইল্যান্ড কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে, দুই দেশ উচ্চমানের উন্নয়ন, পরিচ্ছন্ন জ্বালানি, ডিজিটাল অর্থনীতি এবং সবুজ প্রবৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা গভীর করার ঘোষণা দিয়েছে।

এ ছাড়া, আঞ্চলিক অর্থনৈতিক সংযোগ ও যৌথ উন্নয়ন ত্বরান্বিত করতে চীন-থাইল্যান্ড রেল প্রকল্পসহ বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের অধীনে সহযোগিতা জোরদার করার ব্যাপারেও একমত হয়েছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *