Sunday, December 22
Shadow

মানবস্বাস্থ্যে মহাকাশ গবেষণার ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সিম্পোজিয়াম হাইনানে

সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ চীনের হাইনান প্রদেশের হাইখৌ শহরে বৃহস্পতিবার শেষ হয়েছে ‘মহাকাশ প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার—স্বাস্থ্য’ শীর্ষক আন্তর্জাতিক সিম্পোজিয়াম।

তিন দিনব্যাপী এই সিম্পোজিয়ামের প্রধান আলোচ্য ছিল মানবস্বাস্থ্যের ক্ষেত্রে মহাকাশ প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার। এতে বিজ্ঞানী, উদ্যোক্তা, শিক্ষাবিদ, গবেষক এবং স্বাস্থ্য, মহাকাশ তথ্যপ্রযুক্তি, শিক্ষা, অর্থনীতি, বীমা, জ্বালানি এবং অন্যান্য খাতের পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

সিম্পোজিয়ামে মহাকাশ তথ্য, জ্বালানি, প্রপালশন এবং চন্দ্র অন্বেষণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা মহাকাশ প্রযুক্তির সাম্প্রতিক উন্নতি, এর প্রায়োগিক সম্ভাবনার পাশাপাশি প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের নতুন পথ খুঁজে দেখেছেন।

সিম্পোজিয়ামের সাইডলাইনে সিসিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সিম্পোজিয়ামের কো-চেয়ার এবং চায়না অ্যাসোসিয়েশন অফ রিমোট সেন্সিং অ্যাপ্লিকেশন-এর মহাপরিচালক লুও ক্য বলেন, চীন মহাকাশ গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করছে এবং সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য ফলাফল অর্জন করেছে।

তিনি বলেন, চীন ভবিষ্যতেও মহাকাশ প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের নতুন পথ অন্বেষণ করবে।

লুও আরও বলেন, ‘চীন ও ব্রাজিল গত ৩০ বছরেরও বেশি সময় ধরে মহাকাশ গবেষণায় ফলপ্রসূ সহযোগিতা করছে। এর মধ্যে সাতটি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে। এ ছাড়া, গত এক দশকে ফ্রান্স, জার্মানি এবং ইতালির সঙ্গে মহাসাগরীয়, জ্যোতির্বিজ্ঞান এবং বৈদ্যুতিক চৌম্বকীয় স্যাটেলাইটসহ বেশ কয়েকটি প্রকল্পে অংশগ্রহণ করেছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!