শক্তিশালী হেভি-ডিউটি গ্যাস টারবাইন বানাল চীন - Mati News
Friday, December 5

শক্তিশালী হেভি-ডিউটি গ্যাস টারবাইন বানাল চীন

নিজস্ব প্রযুক্তিতে তৈরি ১১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন হেভি-ডিউটি গ্যাস টারবাইন উন্মোচন করলো চীন। থাইহাং ১১০ নামের টারবাইনটি সোমবার কারখানা থেকে বের করে আনা হয়। এটি এখন বাণিজ্যিক সরবরাহের জন্য প্রস্তুত।

এটি চীনের কার্বন নিঃসরণ হ্রাসের লক্ষ্য অর্জনে ভূমিকা রাখবে বলে জানিয়েছে অ্যারো ইঞ্জিন করপোরেশন অব চায়না।

হেভি-ডিউটি গ্যাস টারবাইনকে শিল্পশক্তির প্রতীক ধরা হয় এবং কেবল অল্প কিছু দেশই এ ধরনের প্রযুক্তি স্বতন্ত্রভাবে তৈরি করতে সক্ষম।

থাইহাং ১১০-এর বিশেষত্ব হলো এটি দ্রুত চালু হয়। এর রয়েছে উচ্চমাত্রার কম্বাইন্ড-সাইকেল তাপ দক্ষতা, এবং কম রক্ষণাবেক্ষণ খরচ। এটি প্রাকৃতিক গ্যাসসহ নিম্ন থেকে মধ্যমানের জ্বালানিতেও চলতে পারে।

একই ক্ষমতার প্রচলিত তাপ বিদ্যুৎ ইউনিটের তুলনায় এই টারবাইন বছরে ১০ লাখ টনেরও বেশি কার্বন দূষণ কমাতে পারে। কম্বাইন্ড-সাইকেল মোডে এটি প্রতিদিন দেড় লাখ কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম।

চীনা প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই হাইড্রোজেনচালিত গ্যাস টারবাইন নিয়ে গবেষণা শুরু করেছে। হাইড্রোজেন-বাতাস দ্রুত মিশ্রণ, স্বল্প-নিঃসরণ হাইড্রোজেন দহন—এসব বিষয়ে তারা অগ্রগতিও অর্জন করেছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *