সংরক্ষিত মাছের জিন-মানচিত্র উন্মোচন চীনে - Mati News
Wednesday, January 28

সংরক্ষিত মাছের জিন-মানচিত্র উন্মোচন চীনে

ফয়সল আবদুল্লাহ

চীনে সংরক্ষিত প্রজাতির মাছ বাগারিয়াস রুটিলাস। মাছটির প্রায় সম্পূর্ণ জিনোম-মানচিত্র তৈরি করেছেন চীনা বিজ্ঞানীদের একটি যৌথ গবেষণা দল। ইয়াংজি রিভার ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট সোমবার এ তথ্য জানিয়েছে।

গবেষণার ফলাফল ২০২৫ সালের ১২ ডিসেম্বর আন্তর্জাতিক বৈজ্ঞানিক সাময়িকী সায়েন্টিফিক ডাটায় প্রকাশিত হয়েছে।

প্রবন্ধের প্রধান লেখক পার্ল রিভার ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের সহকারী গবেষক লিউ ইয়াছিউ জানান, নতুন জিন-মানচিত্রটি ৯৭.৫ শতাংশ পূর্ণতা অর্জন করেছে। এতে ২৯ হাজার ১০৬টি প্রোটিন-কোডিং জিন শনাক্ত করা হয়েছে, যা ক্যাটফিশ গোষ্ঠীর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে পূর্ণাঙ্গ জিনোম হিসেবে বিবেচিত।

বাগারিয়াস রুটিলাস একটি বড় আকারের তলদেশবাসী মাংসাশী মাছ, যা ইয়ুননান প্রদেশের ইউয়ানচিয়াং-রেড রিভার অববাহিকায় থাকে। অতিরিক্ত শিকার, জলবিদ্যুৎ প্রকল্প, পানিদূষণ ও আগ্রাসী প্রজাতির কারণে এ মাছের সংখ্যা দ্রুত কমে গিয়েছিল। এ কারণে প্রজাতিটি এখন চীনের দ্বিতীয় শ্রেণির জাতীয় সুরক্ষার আওতাভুক্ত।

গবেষকরা জানান, নতুন জিনোম তথ্য পাওয়ার ফলে দ্রুত প্রবাহমান নদীর পরিবেশে মাছটির অভিযোজন প্রক্রিয়া বোঝা এবং কৃত্রিম প্রজনন ও পুনঃমজুদ কৌশল উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্র: সিএমজি

A silhouette of a catfish. /VCG

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *