সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা চীনের ন্য জা-২ - Mati News
Sunday, December 14

সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা চীনের ন্য জা-২

মঙ্গলবার ডিজনির সিনেমা ‘ইনসাইড আউট ২’-কে পেছনে ফেলে সর্বকালের সর্বোচ্চ আয়কারী অ্যানিমেটেড চলচ্চিত্রের তালিকায় শীর্ষে উঠে এসেছে চীনের ন্য জা-২।


অনেক দর্শক উচ্চ-প্রযুক্তির আইম্যাক্স থিয়েটারে সিনেমাটি দ্বিতীয়বার দেখার জন্য ভিড় করছেন। চীনা নববর্ষে মুক্তি পাওয়ার পর থেকেই চলচ্চিত্রটি একের পর এক বক্সঅফিস রেকর্ড ভেঙে চলেছে।
তুমুল জনপ্রিয়তার কারণে আইম্যাক্স থিয়েটারগুলোয় ন্য জা-২ এর টিকিট যেন সোনার হরিণ হয়ে উঠেছে। ত্রয়োদশ শতকের মিং রাজবংশের একটি পৌরাণিক গল্প থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে সিনেমাটি। ছোট এক বালকের অলৌকিক ক্ষমতাকে ঘিরে বেড়ে উঠেছে এর গল্প। ২০১৯ সালের হিট সিনেমা ‘ন্য জা’র সিক্যুয়াল হলো ‘ন্য জা-২’ ।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *