জানুয়ারি ১৯ ,সিএমজি বাংলা ডেস্ক: উত্তর-পশ্চিম চীনের শায়ানসি প্রদেশের সি’আন সিয়ানিয়াং আন্তর্জাতিক বিমানবন্দরের বার্ষিক যাত্রী পরিবহন ২০২৫ সালে ৪ কোটি ৮৫ লাখ ৩৬ হাজারে পৌঁছেছে, যা এক নতুন রেকর্ড।
বিগত এক বছরে বিমানবন্দরটি ৬০টি আন্তর্জাতিক ও আঞ্চলিক যাত্রীবাহী রুট পুনরায় চালু করে নতুন করে চলাচল শুরু করেছে। যার ফলে বিশ্বের ২৫টি দেশের ৫২টি প্রধান শহরের সাথে এই বিমানবন্দরের যোগাযোগ স্থাপিত হয়েছে। আন্তর্জাতিক যাত্রী সংখ্যা ৫০ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৯ লাখ ৯৩ হাজারে দাঁড়িয়েছে।

বন্দর কর্তৃপক্ষ বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের উন্নত সেবা প্রদান, শৌচাগার ও নার্সিং রুমের মতো সুযোগ সুবিধা আধুনিকায়ন এবং টার্মিনালগুলোতে চার্জিং পয়েন্ট বাড়ানোর বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছে। সেই সাথে আরও বেশি বিনামূল্যের শাটল বাস ও হুইলচেয়ার বাড়ানো হয়েছে।
পাশাপাশি, বিমানবন্দরটি পূর্ণাঙ্গভাবে ২৪০ ঘণ্টার ভিসা-মুক্ত ট্রানজিট নীতি কার্যকর করেছে এবং একটি ইনবাউন্ড (বিদেশি পর্যটকদের জন্য) সার্ভিস সেন্টার নির্মাণের কাজ ত্বরান্বিত করেছে। বিদেশি পর্যটকদের প্রবেশকালীন অভিজ্ঞতা আরও সহজ ও আরামদায়ক করতে টার্মিনাল-৫ এ একটি বিশেষ সার্ভিস কাউন্টারও স্থাপন করা হয়েছে।


















