Monday, December 23
Shadow

স্বামীর সাথে অভিমান করে এমসি কলেজের ছাত্রীর আত্মহত্যা

আত্মহত্যাহবিগঞ্জ শহরের উমেদনগরে টাকা না দেয়ায় স্বামীর সাথে অভিমান করে কুলসুমা আক্তার (২২) নামে এমসি কলেজে পড়ুয়া গৃহবধু আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের ব্যবসায়ী তাহির মিয়ার স্ত্রী।

বুধবার বিকেলে হবিগঞ্জ সদর আধুনীক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়।

জানা যায়, বুধবার দুপুরে স্বামীর কাছে এক হাজার টাকা চায়। কিন্তু স্বামী তা না দেয়ায় সে অভিমান করে বিষপান করে ছটফট করতে থাকে। স্বামীর লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে বিকালে চিকিৎসাধীণ অবস্থায় কুলসুমা মারা যায়।

পুলিশ জানায়, বানিয়াচং উপজেলার হিয়ালা গ্রামের মাধব চন্দ্র রায়ের কন্যা তাহিরের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করে কুলসুমা হয় এবং তাহিরকে গোপনে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করে। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবন সুখ শান্তিতে কাটছিল। এদিকে কুলসুমা সিলেট এমসি কলেজে মাস্টার্সে পড়াশোনা করে আসছে।

খবর পেয়ে সদর থানার এসআই সাইফুল ইসলাম লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তাহির উমেদনগর গ্রামের আব্দুর রশিদের পুত্র বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!