Monday, December 23
Shadow

সুস্থ হয়ে উঠছেন ওবায়দুল কাদের , ছবি প্রকাশ

ওবায়দুল কাদেরধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি চিকিৎসার জন্য এখন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অবস্থান করছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান তার ফেসবুকে ওবায়দুল কাদেরের ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যায় তিনি দুজন ব্যক্তির মাঝে বসে আছেন ওবায়দুল কাদের। তার ডান ও বা হাতে ব্যান্ডেজ।

প্রতিমন্ত্রী লেখেন, ‘আলহামদুলিল্লাহ্‌, আলহামদুলিল্লাহ্‌, আলহামদুলিল্লাহ্। বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ভাই ক্রমেই সুস্থ হয়ে উঠছেন। তার রক্তচাপ এবং ডায়াবেটিস ও নিয়ন্ত্রণে রয়েছে। সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন প্রিয় নেতার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে গিয়ে এমন সুখবরই দিলেন প্রিয় নেতার সহধর্মিনী অ্যাডভোকেট ইসরাতুন্নেসা কাদের ভাবী। প্রিয় নেতার সাথে তার কেবিনে সাক্ষাত হলো, কথা হলো। সেই মূহূর্তগুলো ছিল ভাষাহীন।’

তিরি লেখেন, ‘পরস্পরের দিকে আমরা তাকিয়ে। টানা এক মাসের উৎকণ্ঠায় থাকা মনটা কখন আবেগে তলিয়ে গেছে খেয়াল করিনি। হঠাৎ খেয়াল করলাম চোখ দুটো ভিজে গেছে। অশ্রুজল কাদের ভাইও। তার মলিন মুখে স্ফিত হাসি দেখে মনে মনে আল্লাহকে স্মরণ করলাম। সকৃতজ্ঞতায় বললাম, আল্লাহ আপনিই একমাত্র ভরসা।’

ডা. মো. এনামুর রহমান পোস্টে লেখেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (উন্নয়ন এবং পরিকল্পনা) এবং নিওরোলজিস্ট অধ্যাপক ডা. আবু নাসার রিজভী ভাই জানালেন, মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে কাদের ভাইয়ের বাইপাস সার্জারির পর আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করার পর এখন বেশ ভালো আছেন দেশ বরেণ্য প্রিয় নেতা কাদের ভাই।

এ সময় সাভার ও আশুলিয়াবাসীসহ প্রিয় দেশবাসীর উদ্দেশে ডা. মো. এনামুর রহমান লেখেন,
‘আপনাদের দোয়া আর ভালোবাসার কাছে আমরা কৃতজ্ঞ। আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা বেশি বেশি করে মহান সৃষ্টিকর্তার কাছে কাদের ভাইয়ের জন্যে দোয়া করবেন। যাতে দ্রুততম সময়ের মধ্যে আমাদের প্রিয় নেতা আবার আমাদের মাঝে ফিরে আসেন। আজ অগ্রগতির ডালি সাজিয়ে পদ্মাসেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো অসংখ্য মেগা প্রকল্প যেমন উম্মুখ হয়ে বসে আছে তেমনি দলের নেতাকর্মীসহ দেশবাসী অপেক্ষার প্রহর গুণছে প্রিয় নেতাকে স্বদেশে স্বাগত জানাতে। যে অপেক্ষায় প্রার্থনায় ভরপুর ভালোবাসা আর ভালোবাসা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!